Events

Events

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘হিরো-এলইউ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০’এর ট্রফি প্রদর্শন ও টুর্ণামেন্টের জার্সি উম্মোচন করা হয়। তেলিহাওরস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনাড়¤র অনুষ্ঠানের মাধ্যমে সকাল ১১-০০ঘটিকায় উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী টুর্ণামেন্টের ট্রফি প্রদর্শনী ও জার্সি উম্মোচন করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এপ্লায়েড সোসিওলোজি ও সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগের প্রধান ড. নায়ীম আলীমুল হায়দার, সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, সহকারী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপ, শামিম আল আজিজ লেলিন, সহকারী রেজিসট্রার নূরজাহান, প্রভাষক মীর দুৎফুর রহমান ও মুফতি নাদিমুল কমর আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য আগামী ২৬ জানুয়ারী, ২০২০ তারিখ থেকে কামাল বাজারস্থ রগিব-রাবেয়া স্পোর্টস একাডেমী মাঠে সাপ্তহব্যাপী এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশসহ সিলেটের ৮টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ক্রিকেট টিম এই টুর্নামেন্টে অংশ গ্রহন করছে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সিএসই সোসাইটির উদ্যোগে আইসিটি ফেস্ট-২০১৯ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী ১৫ই ডিসেম্বর,২০১৯ তারিখ সকাল ৮:৩০ ঘটিকায় উক্ত আইসিটি ফেস্ট এর উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজিত ফেস্টিভ্যালে ছিল গেইমিং কনটেস্ট, প্রজেক্ট শোকেস কনটেস্ট, রবোটিক্স কনটেস্ট, মেশিন লার্নিং কনটেস্ট এবং প্রোগ্রামিং কনটেস্ট।  এনইইউবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা উল্লেখিত বিষয়ের কনটেস্ট সমূহে অংশগ্রহন করে।

বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুশতাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন এনইইউবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও এনইইউবি সিএসই বিভাগের উপদেষ্ঠা ড. শহিদুর রহমান, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নওশাদ সজীব।

অতিথিবৃন্দ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এই ধরনের প্রতিযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভে আইসিটি ফেস্ট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গেইমিং কনটেস্টে ১ম রানার আপ-নাদির আহমেদ, ২য় রানার আপ- সৈয়দ হুজবান রাহাত এবং চ্যাম্পিয়ন হয় সুদীপ্ত হালদার । প্রোজেক্ট শোকেস কনটেস্টে ১ম রানার আপ-আবু হানিফ নোমানী ও আবু শাহান এর টিম 'সাইলেন্ট ভয়েজ’ এবং ২য় রানার আপ-ইফতেখার আহমেদ অর্নব ও স্বাধীন ঘোষের টিম 'জিরো’। প্রোজেক্ট শোকেস কনটেস্টে চ্যাম্পিয়ন শাহীন আলম ও রুবাইয়াৎ জাহানের টিম 'হ্যালো উই’। রবোটিক্স কনটেস্টে রানার আপ ইফতেখার আহমদ অর্নব ও শাহরিয়ার আহমদের টিম 'পার্থ ফাইন্ডার’ এবং চ্যাম্পিয়ন হয় এস এম নুরুন্নবী ও আশিক আব্দুল্লাহর টিম  ‘এন’। মেশিন লার্ণিং কনটেস্টে চ্যাম্পিয়ন-পলাশ বৈদ্য ও অয়ন দে, ২য়-মেহদী হাসান ও নাবিল ইসলাম এবং ৩য়-তাহমিনা আক্তার মিশপা ও হামিদুজ্জামান নয়ন। প্রোগ্রামিং কনটেস্টে ১ম-খাদেম মোঃ আসাদুজ্জামান, ২য়-সৈয়দ জাফরুল হোসেন,

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় পর্যায়ের ‘ন্যাশনাল ডিবেট চ্যাম্পয়নশীপ-২০১৮’ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।


শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তিনদিন ব্যাপি এই প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. আতফুল হাই শিবলী।


জাতীয় পর্যায়ের এই বির্তক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ ইউনিভার্সি এবং রানারআপ হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট। প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সিলেট ডিবেট ফেডারেশন এবং রানারআপ হয় গর্ভমেন্ট সাইয়েন্স কলেজ ঢাকা।


জাতীয় এই পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগীতায় কলেজ শাখায় দেশের ১১টি কলেজের ১৫টি দল এবং বিশ্ববিদ্যালয় শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৩২ টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।


নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির সভাপতি সাফওয়াত মাহদি রাহাত এর সঞ্চালনায় ও সংগঠনের উপদেষ্ঠা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত রিকজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক শামিম আল আজিজ লেনিন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এনইইউবি’র ট্রাষ্টি বোর্ডের সদস্য প্রফেসর হেনা সিদ্দিকী, রেজিষ্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাব আয়োজিত ৪র্থ জিয়া-তপন-অনি স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে-২০১৮-এর ফাইনাল ০৫/০৩/২০১৮ তারিখে এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী। ১ ফেব্রুয়ারী ২০১৮ তারিখ থেকে অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৮টি দল অংশ গ্রহন করে এবং  এই ৮টি দল থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘সিএসই এক্সপ্রেস’ ও ‘সিএসই থান্ডার’ ফাইনালে উন্নীত হয়। ফাইনাল খেলায় ‘সিএসই থান্ডার’ এর ৯৫ রানের জবাবে ‘সিএসই এক্সপ্রেস’ ৮ উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে ফেলে এবং ৩ ইউকেটে জয়লাভ করে। উপাচার্য বিজয়ী ও রানার-আপ দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার-আপ ট্রফি তুলে দেন। টুর্ণামেন্টের ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ‘সিএসই এক্সপ্রেসের’ রেদোয়ান। টুর্ণামেন্টের ফাইনালে আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আহসান হাবিব, সহকারী অধ্যাপক আল মেহেদি সাদাত চৌধুরী, এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্ঠা ও সহকারী অধ্যাপক জাকির হোসেন, এস এ টিভির সিলেট ব্যুরো চীফ আব্দুল আলীম শাহ, এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি মোঃ মাআদ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ।

Page 6 of 8

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…