নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে বৈশাখী উৎসব-১৪২৪। সকাল ৮টা ৩০ মিনিটে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এর উপাচার্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য, প্রফেসর ড. আতফুল হাই শিবলী’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা উৎসবস্থল সিলেট শহরের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে। সেখানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির উপাচার্য উৎসবের শুভ উদ্বোধন করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড আব ট্রাস্টিজের সেক্রেটারী আরিফ ইকবাল, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রঞ্জিত কুমারে দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, ব্র্যাকের আইন ও সালিশ কেন্দ্রের সিফা হাফিজ এবং ব্র্যাকের ন্যায়পাল অফিসের কনসালটেন্ট অধ্যাপক নাজিয়া খাতুন। এছাড়াও উৎসবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোর্টে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, নাট্যকার মুশতাক আহমেদ, সিলেটের পুলিশ সুপার গোলাম কিবরিয়া এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম। প্রভাষক ফাতেমা রশিদ ছাবার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ তানভীর আহমেদ চৌধুরী।
উৎসবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব পরিবেশন করে লোক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লালন গীতি, আবৃত্তি ও ঐতিহ্যবাহী পুথিপাঠ। উৎসবের দ্বিতীয় পর্বে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যান্ড দল কসমিক রে এবং জনপ্রিয় ব্যান্ড ঐরাবত জমজমাট ব্যান্ড সংগীত পরিবেশন করে। উৎসবের বিভিন্ন স্টলে ছিল রকমারী খাবার। পুরোদিন ব্যাপী বিপুল দর্শক শ্রোতা এই উৎসব উপভোগ করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বৈশাখী উৎসব-১৪২৪ উদযাপন
- Event Time: 14 April 2017