🎓 Welcome to North East University Bangladesh — Admission Going On for Spring 2026 Semester 🎓 🎓 Registration for NEUB ICT Fest is on going. Visit fest.neubcse.org for details. Event Date: 7-9 November 2025. 🎓

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের এক সভা ২০শে ফেব্রুয়ারী, ২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের তেলিহাওরস্থ ক্যাম্পাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য প্রফেসর ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রফেসর হেনা সিদ্দিকী, ডাঃ ইকবাল হোসেন চৌধুরী, প্রফেসর ডাঃ নাজমুল ইসলাম, ডাঃ এস কে নিজাম জাহিদ হোসেন, প্রফেসর ডাঃ নাহিদ ইলোরা, প্রফেসর ডাঃ ফাতেমা পারভীন চৌধুরী, জনাব আহমদ আল কবীর পি এচ ডি, জনাব মাহমাদুর রশিদ, জনাব মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম), জনাব নুরুল হক মিয়া, হাজী মোঃ পিয়ার আলী, জনাব হুমায়ুন কবীর, জনাব আব্দুল হান্নান চৌধুরী, জনাব শামিম আহমেদ এবং প্রফেসর ডাঃ নুরুল আম্বীয়া চৌধুরীর পক্ষে জনাব আফতাব উদ্দিন চৌধুরী ।


সভায় বোর্ড অব ট্রাস্টিজের পূর্ববর্তী সভাসমূহের গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বর্তমান তেলিহাওরস্থ ক্যাম্পাসের প্রয়োজনীয় উন্নয়নের বিষয়েও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্ত গৃহীত হয়। এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…