বিভিন্ন আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত
আলোচনা সভা, র্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়। ১৬ই ডিসেম্বর ২০২৩ তারিখ সকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকের সঞ্চালনায় এবং উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডিন, প্রফেসর মোঃ হারুণুর রশীদ, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী এবং সহকারী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নওরীন বেগম।
সভাপতি প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা আজ উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছি। দেশের প্রতিটি ক্ষেত্রে এখন ডিজিটালাইজেশনের সুফল পাওয়া যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে বর্তমান প্রজন্মসহ সবাইকে স্ব-স্ব ক্ষেত্রে অবদান
রাখতে হবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। আয়োজক কমিটির আহবায়ক আইন ও বিচার বিভাগের প্রধান ড. মোঃ নাহিদুল ইসলাম উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন আমাদের মধ্যে ঐক্যই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। পরে মহান বিজয় দিবস- ২০২৩ উপলক্ষে বিজয় দিবেসের বর্ণাঢ্য র্যালি উপাচার্যের নেতৃত্বে চৌহাট্টাস্থ শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে সমপন্ন হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকের সঞ্চালনায় এবং উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডিন, প্রফেসর মোঃ হারুণুর রশীদ, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী এবং সহকারী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নওরীন বেগম।
সভাপতি প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা আজ উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছি। দেশের প্রতিটি ক্ষেত্রে এখন ডিজিটালাইজেশনের সুফল পাওয়া যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে বর্তমান প্রজন্মসহ সবাইকে স্ব-স্ব ক্ষেত্রে অবদান
রাখতে হবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। আয়োজক কমিটির আহবায়ক আইন ও বিচার বিভাগের প্রধান ড. মোঃ নাহিদুল ইসলাম উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন আমাদের মধ্যে ঐক্যই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। পরে মহান বিজয় দিবস- ২০২৩ উপলক্ষে বিজয় দিবেসের বর্ণাঢ্য র্যালি উপাচার্যের নেতৃত্বে চৌহাট্টাস্থ শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে সমপন্ন হয়।