শিক্ষার গুণগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) উদ্যোগে দিনব্যাপি এক সেমিনার ১৭/১২/২০১৭ তারিখে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যবসা অনুষদের ডীন ও IQAC পরিচালক প্রফেসর ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী। দুই পর্বে অনুষ্ঠিত সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরণ্যে শিক্ষাবিদ সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেরস ড. এ এন এম মেশকাত উদ্দিন। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ ছাবার সঞ্চালনায় IQAC নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রশাসনিক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাহারাত নেওয়াজ প্রফেরস ড. এ এন এম মেশকাত উদ্দিন-এর বর্ণ্যাঢ্য শিক্ষা ও গবেষনা কর্মের উপর সংক্ষিপ্ত বর্ণনা দেন। সেমিনারে প্রথম পর্বের বিষয় ছিল "Applying Total Quality Management to University Teaching" এবং দ্বিতীয় পর্বের বিষয় "Research, University Service and University Linkage with Stakeholders"। প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী দেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার গুণগত মান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক IQAC গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের শিক্ষা প্রদানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীরা যথপোযুক্ত শিক্ষা অর্জন করতে পারবে। তিনি পেশাগত ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেমিনারে উপস্থাপনের জন্য প্রফেরস ড. এ এন এম মেশকাত উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জনান এবং অংশগ্রহণকারী সকল শিক্ষক ও কর্মকর্তা এতে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন। সেমিনারের উভয় পর্বে ইউনিভার্সিটির সকল শিক্ষক-কর্মকর্তা অংশগ্রহন করেন।