নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন দুই ডীন নিযুক্ত
আজ সোমবার, (২২ সেপ্টেম্বর, ২০২৫), নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর দুই অনুষদে নতুন ডীন নিযুক্ত করেছেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল মহোদয়।
প্রাকৃতিক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের নতুন ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ। ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী।
দুই ডীনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক আনুষ্ঠানিক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলি, প্রোক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
সভায় উপাচার্য মহোদয় নবনিযুক্ত দুই ডীনকে অভিনন্দন জানিয়ে বলেন, “তাদের অভিজ্ঞতা ও একাডেমিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমি আশাবাদী, তারা নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এনইইউবিকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
নবনিযুক্ত দুই ডীনও আস্থা প্রকাশ করে জানান, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও দৃঢ় করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।