মিডটার্ম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল ২০২৫ সেমিস্টারের মিডটার্ম পরীক্ষাকে সামনে রেখে বুধবার (১০ সেপ্টেম্বর, ২০২৫) উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল মহোদয়ের সভাপতিত্বে সকল শিক্ষকের সঙ্গে একটি দিকনির্দেশনা প্রদান সেশন অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপাচার্য মহোদয় পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিতকরণ, প্রশ্নপত্র প্রস্তুত ও মূল্যায়ন প্রক্রিয়ায় মান বজায় রাখা, এবং শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া পরীক্ষাকালীন শৃঙ্খলা বজায় রাখা ও নীতিমালা অনুসরণের গুরুত্বও তুলে ধরেন। উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের কল্যাণ ও একাডেমিক মানোন্নয়নে শিক্ষকবৃন্দের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত থেকে আরো দিকনির্দেশনা দেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও ইংরেজি বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ। উক্ত অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।