উপাচার্য হিসেবে অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল এর যোগদান
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)- এর ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারী বিশ্বিবিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট, ২০২৫) সকাল ১০ টায় এনইইউবি ক্যাম্পাসে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর উপস্থিতিতে ড. মোহাম্মদ ইকবালকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
গত ৩ আগস্ট রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারী বিশ্ববিদ্যালয়-২) এক প্রজ্ঞাপনে নিয়োগের এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারে ৩ আগস্ট অপরাহ্নে তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের নিকট যোগদান করেন। প্রফেসর ইকবাল এনইইউবি’র ৪র্থ ভিসি পদে নিয়োগ পেলেন।
সোমবার সকালে নব নিযুক্ত ভাইস চ্যান্সেলরকে ক্যাম্পাসে স্বাগত জানান ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, ডিন, বিভাগীয় প্রধানগন ও কর্মকর্তাবৃন্দ।
ভাইস চ্যান্সেলরের যোগদান অনুষ্ঠানে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- ট্রাস্টি বোর্ডের সদস্য জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক ব্যাংকার আবু আহমদ সিদ্দিকী খসরু, এনইইউবি’র মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, ব্যাবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদ উন নবী রূপক, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী ও গ্রন্থাগারিক জিলুন নাহার চৌধুরী প্রমুখ।
অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দেশে-বিদেশে খ্যাতিমান একজন শিক্ষক, গবেষক ও প্রকৌশলী। এনইইউবিতে যোগদানের আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) এর শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি সাস্ট রিসার্চ এথিকস বোর্ডের পরিচালক পদেও কর্মরত ছিলেন।
তিনি দেশের বোর্ড অব অ্যাক্রিডিটেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিকেল এডুকেশন ( বিএইটিই) এর সদস্য। সাস্টে কর্মরত থাকাকালে অধ্যাপক ইকবাল সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ইনচার্জ প্রিন্সিপালসহ বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
দীর্ঘ প্রায় ৩১ বছরের শিক্ষকতা জীবনে ড. ইকবাল দেশ-বিদেশের বিভিন্ন উচ্চতর গবেষণা কাজের সঙ্গে জড়িত আছেন। তিনি আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সি থেকে ‘মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং’ এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকার টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস সেফটি ম্যানেজমেন্ট বিষয়ে ভিজিটিং রিসার্চ স্কলারপ্রাপ্ত হন। দেশের প্রকৌশল শিক্ষার শ্রেষ্ট বিদ্যাপীঠ বুয়েট থেকে ১৯৯৩ সালে ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ভারতের সুখ্যাত বিশ^বিদ্যালয় শ্রীভেঙ্কটেশ^র ইউনিভার্সিটি তিরুপতি থেকে বি.টেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্ত হন। তিনি এইচএসসি ও এসএসসি ঢাকা বোর্ডের অধীনে পাস করেন দুটিতেই প্রথম বিভাগ পেয়ে।
অধ্যাপক ইকবালের জন্ম ঢাকায় ১৯৬৭ খিষ্টাব্দের ২৭ জুলাই। তাঁর পিতা প্রফেসর মোহাম্মদ শাহজাহান বুয়েটের ভাইস চ্যান্সেলর ছিলেন। তাঁর মাতার নাম মাহমুদা জাহান। তাঁর একমাত্র বোন সপরিবারে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। ড. ইকবালের স্ত্রী প্রফেসর ড. সালমা আখতার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগে অধ্যাপক পদে কর্মরত আছেন। এই শিক্ষাবিদ দম্পতি দুই কন্যা সন্তানের জনক জননী।