নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন এর অনুষ্ঠানমালার অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনীর উপর এই কুইজ অনুষ্ঠিত হয়।
দুপুর ২.৩০ এ শুরু হওয়া এই কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই কুইজ প্রতিযোগিতার আহবায়ক এনইইউবি’র সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও ইংরেজি বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, ব্যাবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী সহ বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকগণ।
এই কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী ৬ সেপ্টেম্বর, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দিন অনুষ্ঠিতব
আলোচনা সভার পরে এই কুইজ প্রতিযোগিতার সেরা তিন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।