🎓 Welcome to North East University Bangladesh — Admission Going On for Spring 2026 Semester 🎓

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আইসিটি ফেস্ট’র উদ্বোধন

 
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ তিন দিনব্যাপী ‘এনইইউবি আইসিটি ফেস্ট ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল ১০ টায় ইউনিভার্সিটির শেখঘাট ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল ও পূবালী ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আহমদ এনায়েত মঞ্জুর। এতে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির নেচারেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান এবং আইসিটি ফেস্টের সমন্বয়ক ড. আরিফ আহমদ।
তথ্যপ্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ ফেস্টে সিলেটের সকল বিশ^বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী মোট ছয়টি ইভেন্ট হ্যাকাথন, প্রোগ্রামিং কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি কুইজ, ৩-মিনিট প্রেজেন্টেশন এবং গেমিং কনটেস্টে অংশগ্রহন করেছে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে তথ্যপ্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই। বিশ্বে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আবিস্কার হচ্ছে, কৃত্তিম বুদ্ধিমত্ত্বার মাধ্যমে প্রযুক্তির সক্ষমতা দিন দিন বাড়ছে। আমাদের শিক্ষার্থীদের অত্যাধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতেই এই প্রযুক্তি উৎসবের আয়োজন করা হয়েছে। প্রযুক্তির ক্রমবিকাশমান ধারায় আমাদের শিক্ষার্থীদের আমরা সম্পৃক্ত করতে চাই যাতে তাদের উদ্ভাবনী চিন্তা-শক্তি বৃদ্ধি পায়। তিনি বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলা।”
বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আহমদ এনায়েত মঞ্জুর বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার (এআাই) এই যুগে সবাইকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে আরও সচেতন হতে হবে। এআই মানুষকে প্রতিস্থাপন করবে না, বরং যারা এআই জানবে, তারা এআই না জানা মানুষদের জায়গা দখল করবে। তাই আমাদের সবাইকেই এআই শেখার প্রতি মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, পূবালী ব্যাংক সবসময় নর্থ ইস্ট ইউনিভার্সিটির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
সভাপতির বক্তব্যে ড. আরিফ আহমদ বলেন, কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের সৃষ্টিশীলতাকে পুরোপুরী প্রতিস্থাপন করে এমন নয়। তা মূলত: মানুষের সৃষ্টিশীলতা ও সৃজনশক্তিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন উদ্ভাবনী চিন্তার খোরাক পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকর মহাব্যবস্থাপক (জিএম) চৌধুরী মো.শফিউল হাসান, উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো, ফজলুল কবির চৌধুরী, মো. রুহুল আমিন. প্রদ্যোৎ কান্তি দাশ, সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) মো. ফসিহ উদ্দিন মাহতাব, মো. মাহমুদ উন নবী, উজ্জ্বল হালদার, মো. মাহবুব আহসান, সমরেন্দ্র নাথ রায়, মো. জয়নাল আহমদ ও আশিক আহমদ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. ওয়াহিদুল আউয়াল সানির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এনইইউবি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ইংরেজি বিভাগের প্রধান ও প্রক্টর মোহাম্মদ শামসুল কবির, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, সহযোগী অধ্যাপক রানা পীর, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ, রাজশ্রী প্রোজ্জ্বল তালুকদার, খাদেম মো. আসিফুজ্জামান, পিনাক চৌধুরী, মুমতাইন্না নমৌ, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রীতম পাল ও নাদিম আহমেদ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে গত শুক্রবার থেকে তিন দিনব্যাপী এই উৎসব চলছে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসে এই উৎসব চলবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবকে ঘিরে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ফেস্টের মোট পুরস্কারমূল্য ১ লক্ষ টাকারও বেশি। এর মধ্যে প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ও দ্বিতীয় রানারআপ দলকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে। রোববার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও আইটি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ণাঢ্য ও শিক্ষামূলক এই আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করেছে পুবালী ব্যাংক পিএলসি ও নর্থ ইস্ট হাসপাতাল, সিলেট। এছাড়াও ইভেন্টটির বিভিন্ন সেগমেন্টে সহযোগিতা করছে CodePanja, Indetechs Software Ltd, Infinity Flame Soft, X-Press Tecnologies এবং আরও কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান।

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…