বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো নর্থ ইস্ট ইউনিভার্সিটির ‘এনইইউবি আইসিটি ফেস্ট ২০২৫’

উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন, উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘এনইইউবি আইসিটি ফেস্ট ২০২৫’-এর। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসে এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রযুক্তি উৎসবের সমাপ্তি ঘটে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত এই ফেস্ট গত ৭ নভেম্বর শুরু হয়েছিল। উৎসবে হ্যাকাথন, প্রোগ্রামিং কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি কুইজ, ৩-মিনিট প্রেজেন্টেশন এবং গেমিং কনটেস্টসহ মোট ছয়টি ইভেন্টে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) এর উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল ও আমন্ত্রিত অতিথিরা। এতে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির নেচারেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান এবং আইসিটি ফেস্টের সমন্বয়ক ড. আরিফ আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক জনাব চৌধুরী মো. শফিউল হাসান। নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী সুমাইয়া জান্নাত ও ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. ওয়াহিদুল আউয়াল সানির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, সহযোগী অধ্যাপক রানা মোহাম্মদ লুৎফুর রহমান পীর, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ, রাজশ্রী প্রোজ্জ্বল তালুকদার, খাদেম মো. আসিফুজ্জামান, পিনাক চৌধুরী, মুমতাইন্না নমৌ, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রীতম পাল ও নাদিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এবং প্রতিযোগীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "চতুর্থ শিল্প বিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে জাগ্রত করে এবং তাদের ভবিষ্যত কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সাহায্য করে।"
আলোচনা শেষে ফেস্টের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানারআপ হওয়া দল ও প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট এবং মোট ১ লক্ষ টাকারও বেশি অর্থমূল্যের পুরস্কার তুলে দেওয়া হয়। তিন দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয় 'সাস্ট- সিলেটি ভাইব্রাদার্স', ১ম রানার আপ 'সাস্ট-বিল্লুস' এবং ২য় রানার আপ 'এসএইচএস ফেভ স্টু'। এই ইভেন্টে সেরা ফিমেল টিমের পুরস্কার পায় লিডিং ইউনিভার্সিটির 'এলইউ- সোলস অফ লজিক' এবং সেরা কলেজ টিম হয় সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের 'এসজিএমএসসি ডার্ক-হর্স'। ৩-মিনিট প্রেজেন্টেশন সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাস্টের 'সাসট_নিওফাইটস' , ১ম রানার আপ মেট্রোপলিটন ইউনিভার্সিটির 'টেন্যাশাস' এবং ২য় রানার আপ একই বিশ্ববিদ্যালয়ের 'এমইউ মাইনাস ওয়ান' । আইসিটি কুইজে চ্যাম্পিয়ন হয়েছেন স্কলার্সহোমের সুমন্ত শীর্ষ , ১ম রানার আপ ইউনিভার্সাল কলেজের কাজী আবু জাফর জাবের এবং ২য় রানার আপ সিলেট সরকারি মহিলা কলেজের মোসাম্মৎ শাহিনা খানম অমি। গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন আদিব চৌধুরী , ১ম রানার আপ হন মোসাম্মৎ শাহিনা খানম অমি এবং ২য় রানার আপ হন কাজী আবু জাফর জাবের । সবশেষে, ই-ফুটবল গেমিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রায়হান আহমেদ এবং রানার আপ হন কায়সান উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে ছিল নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে কালচারাল ক্লাব এর পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়জন। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে জমে ওঠে এই প্রযুক্তি উৎসবের সমাপনী দিন।
বর্ণাঢ্য ও শিক্ষামূলক এই আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করেছে পুবালী ব্যাংক পিএলসি ও নর্থ ইস্ট হাসপাতাল, সিলেট। এছাড়াও ইভেন্টটির বিভিন্ন সেগমেন্টে সহযোগিতা করছে CodePanja, Indetechs Software Ltd, Infinity Flame Soft, X-Press Tecnologies, Dessein Lab, BDAPPS এবং আরও কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান।

