ডিজিটাল উদ্ভাবনী মেলায় নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাফল্য
গত ১৩-১৪ জানুয়ারি ২০১৬ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রকল্পের সহায়তায় সারাদেশে এই মেলার আয়োজন করা হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ ভাগেরও বেশী তরুন। এই বিশাল সম্ভাবনাময় জনগোষ্ঠী দেশের সমস্যা সমাধানে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। এবারের মেলায় জাতীয় গুরুত্বপূর্ণ ১০ টি নাগরিক সমস্যা সমাধানে তরুন উদ্ভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজন করা হয় "Solve-A-Thon" শীর্ষক প্রতিযোগিতার।এতে সিলেট জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন ও তাদের প্রস্তাবিত সমাধানের প্রোটোটাইপ নিয়ে অংশগ্রহন করে। এবারের প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ২ টি দল অংশগ্রহন করে এবং একটি দল "দুর্জয়" ২য় স্থান অধিকার করে। প্রতিযোগিতার সেরা তিন বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করবে।