মহান বিজয় দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শ্রদ্বাঞ্জলি ও আলোচনা সভা
মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে বিজয় দিবেসের র্যালি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলীর নেতৃত্বে চৌহাট্টাস্থ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো শামছুল কবীর, প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপসহ ইউনিভার্সিটির কর্মকর্তা-কমর্চারী ও শিক্ষার্থীগণ উক্ত র্যালি ও শ্রদ্বাঞ্জলী নিবেদনে অংশগ্রহণ করেন। পরবর্তিতে সকাল ১১ ঘটিকায় ইউনিভার্সিটি অডিটোরিয়ামে মহান বিজয় দিবসের এক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালীণ সময়ের স্মৃীতিচারণ করে বলেন স্বাধীনতার মূল লক্ষ্য ছিল দেশের অবহেলিত, অনুন্নত মানুষের ভাগ্যের পরিবর্তন করা। তিনি এই মহান বিজয় দিবসে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান। সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সকলের বিশেষ করে তরুণ সমাজের জানা প্রয়োজন যাতে শিক্ষিত তরুণ সমাজ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দিকে ঝুকতে না পারে। মহান বিজয় দিবেসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আরো বক্তব্য রাখেন ব্র্যাকের ন্যায়পাল উপদেষ্ঠা প্রফেসর নাজিয়া খাতুন, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডা: রঞ্জিত কুমার দে, প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর হেনা সিদ্দিকী।