শ্রীলংকার ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজী কমিশনের চেয়ারম্যান প্রফেসর এম জে এস বিজয়রতেœর নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন
ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজী কমিশন, শ্রীলংকার চেয়ারম্যান প্রফেসর এম জে এস বিজয়রত্নে ৩১/১২/২০১৭তারিখে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন করেন। ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ, প্রফেসর এম জে এস বিজয়রত্নেকে ইউনিভার্সিটিতে স্বাগত জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন এপ্ল্যায়েড সোসিওলোজী ও সোস্যাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবীব, গণিত ও তথ্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ। প্রফেসর ড. তোফায়েল আহমেদ প্রফেসর এম জে এস বিজয়রত্নেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন একাডেমিক বিষয়ে অবহিত করেন এবং ইউনিভার্সিটি থেকে প্রকাশিত জার্নাল প্রদান করেন। প্রফেসর বিজয়রত্নে গভীর আগ্রহের সাথে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং শ্রীলংকায় তাঁর অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ড. তোফায়েল আহমেদ, প্রফেসর এম জে এস বিজয়রত্নেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।