নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির ২০২১-২২ বর্ষের নূতন কমিটি গঠিত
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিতার্কিক সংগঠন ‘এনইইউবি ডিবেটিং সোসাইটি’র ২০২১-২২ বর্ষের জন্য ১০জন প্রেসিডিয়াম সদস্য এবং কার্যনির্বাহী কমিটিতে ১৩ জনসহ মোট ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৮/০৯/২০২১ তারিখে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়। মোঃ হাবিবুর রহমান-কে প্রেসিডেন্ট এবং রুবাইয়াৎ বিনতে ওয়াহীদ-কে সেক্রেটারি করে ঘোষিত এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিন। এনইইউবি ডিবেটিং সোসাইটির নব গঠিত ২০২১-২২ সনের কমিটির বিভিন্ন পদগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন সহ-সভাপতি-১ নুসরাত ইসলাম, সহ-সভাপতি-২ ইমরান আহমদ খান, জয়েন্ট সেক্রেটারি পদে- হামজা আহমেদ, কোষাধ্যক্ষ- তাসলিম মেহজাবিন পুতুল, অর্গানাইজিং সেক্রেটারী-আল ইমরান নাহিদ, সহ-অর্গানাইজিং সেক্রেটারী- ইলিমা শিকদার প্রভা, ডিবেট সেক্রেটারী-মিশখা আখি, পাবলিকেশন সেক্রেটারী-মোঃ ফুয়াদুল ইসলাম এবং এসিসট্যান্ট পাবলিকেশন সেক্রেটারী পদে- লিমা জান্নাত। এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসবে আছেন অনুপ তালুকদার ও এমরান হোসেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ কর্তৃপক্ষ এনইইউবি ডিবেটিং সোসাইটির নবগঠিত ২০২১-২২ বর্ষের সকল সদস্যবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের মধ্যে বিতর্ককে জনপ্রিয় করে তুলতে বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কর্তৃপক্ষ কমিটির সার্বিক সাফল্য কামানা করেন।