আইসিপিসি-ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৩ এ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সফল অংশগ্রহণ
গত শনিবার, ৪ নভেম্বর ২০২৩, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত আইসিপিসি-ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৩ এ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে দুটি দল অংশগ্রহণ করে ও তারা প্রতিযোগিতায় বেশ সফলতার পরিচয় দিয়েছে। প্রতিযোগিতায় দেশের সরকারি বেসরকারি ১৩০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২২৫টি দল অংশগ্রহণ করে।
উক্ত প্রতিযোগিতায় সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের মধ্যে 'এনইইউবি বিলিভার্স' দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে ও প্রথম স্থান অধিকারী দলের সমান সংখ্যক সমস্যার সমাধান করেছে। এছাড়াও 'এনইইউবি কোডিং সোলজার্স' সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থানে অবস্থান করেছে।
'এনইইউবি বিলিভার্স' দলের সদস্যরা হল প্রিতম পাল, আব্দুল্লাহ আল মামুন ও আরাফাত রহমান এবং 'এনইইউবি কোডিং সোলজার্স' দলের সদস্যরা হল জাহিদুল ইসলাম, আসরাফুজ্জামান সানি ও আহমেদ আকিল। দুইটি দলের কোচ ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক খাদেম মোহাম্মদ আসিফ-উজ-জামান।
প্রতিযোগিতায় দুটি দলের সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের অভিনন্দন জানান ও ভবিষ্যতে আরো ভাল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রোগ্রামিং প্রতিযোগিতার মত সহপাঠ্য-ক্রমিক কার্যক্রমকে উৎসাহিত করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে।
বাংলাদেশের প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মাদ কায়কোবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সাথে ফোনালাপকালে আইসিপিসি প্রতিযোগিতায় দুটি দলের সাফল্যের জন্য ভূয়সী প্রশংসা করেন।