‘টেকহান্ট ২০১৭’ প্রতিযোগিতার ওয়েবসাইট উন্মোচন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সি.এস.ই. সোসাইটি প্রথম বারের মতো টেকহান্ট ২০১৭ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার ইভেন্ট গুলো হচ্ছে (১) জুনিয়র প্রোগ্রামিং কন্টেস্ট (২) রোবটিক্স কন্টেস্ট (৩) গেইমিং কন্টেস্ট এবং (৪) রিসার্চ সেমিনার।উক্ত টেকহান্ট ২০১৭ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে পাচঁ শতাধিক প্রতিযোগী এবং প্রচুর দর্শক উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। আগামী ২১শে এবং ২২শে ডিসেম্বর, ২০১৭ তারিখে এই প্রতিযোগিতা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত (এম.পি) আগামী ২২ ডিসেম্বর, ২০১৭ তারিখে বিকেল ৩ ঘটিকায় উক্ত ‘টেকহান্ট ২০১৭’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন। টেকহান্ট ২০১৭ এর বিভিন্ন তথ্যের জন্য একটি ওয়েবসাইট www.techhuntbd.org গত ০৮/১১/২০১৭ তারিখে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী উম্মোচন করেন। উক্ত ওয়েবসাইটে ‘টেকহান্ট ২০১৭’ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।