‘ক্যাম্পাস স্টার’ নির্বাচনে জমজমাট ‘গ্র্যান্ড ফাইনাল’ অনুষ্ঠিত
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল কøাবের উদ্যোগে সাংষ্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচনে ‘গ্র্যান্ড ফাইনাল’ অনুষ্ঠান ২৬/১০/২০১৭ তারিখে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, যন্ত্র সংগীত ও উপস্থাপনা এই ৬টি ক্যাটাগরিতে ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৭ ও ১৮ই অক্টোবর’ ২০১৭ তারিখে অনুষ্ঠিত প্রাক নির্বাচনী অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের প্রায় ১০০জন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে সেরা ১৮ জন প্রতিযোগী উক্ত ‘ক্যাম্পাস স্টার’ গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সিলেটের বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব হিল্লোল শর্মা, দেবাশীষ দেবু, মধাব কর্মকার, ইয়াকুব আলী, মোশাহিদুল ইসলাম ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উপদেষ্ঠা ও সহকারী অধ্যাপক ডাঃ আরিফুর রহমান। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচিত হন যথাক্রমে অভিনয়ে-অলিউর রহমান, গানে-নীলাঞ্জনা চৌধুরী, নৃত্যে-দীপ রঞ্জন দাস, যন্ত্র সংগীতে-সোহেল মাহবুব, আবৃত্তিতে-আজদ হোসেন এব্ং উপস্থাপনায়-নাবিদ চৌধুরী। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানের উপস্থিত বিচারকবৃন্দ সেরা ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন। নাবিদ চৌধুরী, অলিউর রহমান ও মাসহুদা জান্নাত মিশুর উপস্থাপনায় ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচনের জমজমাট ‘গ্র্যান্ড ফাইনাল’ অনুষ্ঠানটি ইউনিভার্সিটির সকল ছাত্র-ছাত্রী উপভোগ করে।