বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ রম্য বিতর্ক অনুষ্ঠিত
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির উদ্যোগে সংসদীয় রীতির রম্য বিতর্ক ১৬ ফেব্রুয়ারী, ২০২০ বিকাল ২ঃ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ রম্য বিতর্কের বিষয় নির্ধারিত ছিল ‘এই সংসদ বিশ্বাস করে, প্রেম বিয়েতেই পূর্ণতা পায়’। সংসদীয় রীতিতে অনুষ্ঠিত এই বিতর্কে ‘সরকারী দল’ হিসেবে বিষয়ের পক্ষে অংশগ্রহনকারী বিতার্কিকরা হলেন- সাফওয়াত মাহদি রাহাত, শফি মোহাম্মদ এবং সুমন আহমেদ এবং ‘বিরোধী দল’ হিসেবে বিষয়ের বিপক্ষে অংশগ্রহানকারী বিতার্কিকরা হলেন- মুছা আহমেদ, ফরাহাদ হাসান ও রুবাইয়াৎ বিনতে ওয়াহিদ। বিতর্ক অনুষ্ঠানে বিষয়ের পক্ষের ও বিপক্ষের বিতার্কিকগণ বিভিন্ন রসালো যুক্তির মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন এবং উপস্থিত দর্শকবৃন্দ তা উপভোগ করেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও এনইইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা শামীম আল আজিজ লেলিন স্পীকারের দায়িত্ব পালন করেন। প্রাণবন্ত ও রসাত্মক এই বিতর্ক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ্যাপ্লায়েড সোসিওলোজি এন্ড সোস্যাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, জাহান জেব ইবনে খালেদ জিন্নাহ, মোঃ নাসির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকার্তা-কর্মচারীবৃন্দ।