বর্ণাঢ্য আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও শ্রদ্বাঞ্জলির মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান বিজয় দিবস-২০২১ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপিত হয়। বিজয় দিবসের উক্ত অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

 ১৬ ডিসেম্বর, ২০২১ সকাল ৮টায় প্রধান অতিথি  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ^াস এবং শিক্ষক, শিক্ষার্থী,  কর্মকর্তা ও কর্মচারূীবৃন্দ  বিশ^বিদ্যালয়ের শেখঘাটস্থ ক্যাম্পাসে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা  করেন। বিজয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়। পরবর্তীতে উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ^াসের সভাপতিত্বে ও রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক, সহযোাগী অধ্যাপক ড. নায়ীম  আলীমুল হায়দার, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাথী মাহবুবা জিনিয়া তৃপ্তি, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল, ব্যবসা অনুষদের ডীন প্রফেসর মোঃ তানভির আহমেদ চৌধুরী এবং হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন ও মুক্তিযোদ্ধা ডাঃ রঞ্জিত কুমার দে।

 প্রধান অতিথি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিজয়ের ৫০ বছরে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের  দেশ বর্তমানে বিশে^ উন্নয়নের রোল মডেল। তিনি জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও স্বাধীনতার সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 সভাপতি প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ^াস বলেন বাংলাদেশ আর্থ সামাজিকভাবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে গেছে বর্তমানে পাকিস্থানের দুই টাকার সমান আমাদের এক টাকা। বিজয়ের ৫০ বছর বাংলাদেশের উন্নয়ন সত্যিই বিস্ময়কর। তিনি উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সভাপতি প্রধান অতিথিসহ উপস্থিত সবাইকে আন্ডরিক ধন্যবাদ জানান। এর পর মহান বিজয় দিবস-২০২১ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্নাঢ্য র‌্যলি উপাচার্যের নেতৃত্বে চৌহাট্টাস্থ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে সম্পন্ন হয়। র‌্যলিতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন  বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…