জরুরী নোটিশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকল ছাত্র-ছাত্রীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থীরা সামার -২০১৮ এর টিউশন ও অন্যান্য ফি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধে ব্যর্থ হয়েছে, তাদেরকে বিলম্ব ফি সহ সকল বকেয়া আগামী আগস্ট ০৯, ২০১৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
উল্লেখ্য যে, বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য সকল বকেয়া পরিশোধ ছাড়া কাউকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হবে না।
এখানে আরো উল্লেখ্য যে, পরীক্ষার দিন বকেয়া গ্রহণে জটিলতা সৃষ্টি হওয়ায় অতীত অভিজ্ঞতার কারনে পরীক্ষার দিন বকেয়া পরিশোধের সুযোগ দেয়া হবে না। পরীক্ষার দিন বা পরীক্ষা শুরু হবার পূর্ব মূহুর্তে এ-ব্যাপারে কোন আলাপ করার সুযোগ থাকবেনা। যেহেতু ব্যাংক- এর মাধ্যমেই সকল প্রকার ফিস জমা দিতে হবে সে ক্ষেত্রে পরীক্ষার পূর্ব মূহুর্তে ফি পরিশোধ সংক্রান্ত কোন সুযোগ থাকবে না।
(মোঃ শাহ্জাদা আল্ সাদিক)
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ