নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উদযপনের লক্ষ্যে গঠিত কমিটির সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে ২৩ জানুয়ারী ২০২০ তারিখে সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন কমিটি’র সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ মোঃ আফজল মিয়া, আবু আহমদ সিদ্দিকি, প্রফেসর হেনা সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের প্রধান ডাঃ রঞ্জিত কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক, পরিচালক (অর্থ) শামস এলাহী রাসেল, এপ্লায়েড সোসিওলোজী ও সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রধান মোঃ তানভীর আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রধান ড. নায়ীম আলীমুল হায়দার, ইংরেজি বিভাগের প্রধান মোঃ শামসুল কবির, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নওশাদ সজীব এবং গণিত বিভাগের প্রধান ও কমিটির সদস্য সচিব রথিন্দ্র চন্দ্র গোপ। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন এনইইউবি বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
সভায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ জাঁকজমকের সাথে উদ্্যাপনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী প্রণয়ন করা হয়। উপাচার্য ‘বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্যাপন কমিটি’র সকল সদস্যবৃন্দকে সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান বিশেষ করে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।