নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্রিকেট টিম ‘হিরো-এলইউ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০’এর রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ১৭ ফেব্রুয়ারী, ২০২০ কামাল বাজারস্থ রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমী মাঠে প্রতিযোগিতার ফাইনালে লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল ‘এল ইউ গ্ল্যাডিয়েটর‘ এর সাথে প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় পরাজিত হয়ে এনইইউবি ক্রিকেট দল রানার আপ হয়।
ফাইনাল ম্যাচে নির্ধারিত ১৬ ওভারে ‘এল ইউ গ্ল্যাডিয়েটর‘ ১৬৯ রান সংগ্রহ করে বিনিময়ে এনইইউবি ক্রিকেট দল ১১৭ রানে অল আউট হয়ে যায়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা হলেন- মাআদ, আকরাম, সাকিব, মিনার, জুয়েল, এহসানী, মাহফুজ, ইমন, রেদোয়ান, তুহীন, শোভন, রাসেল, মামুন ও ইরাম এবং দলের সার্বিক দায়িত্বে ছিলেন সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী ফাইনাল খেলা উপভোগ করেন এবং রানার আপ হওয়ায় দলকে শুভেচ্ছা জানান। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক, পরিচালক (হিসাব) শামস এলাহী রাসেল, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, নাসির উদ্দিন, জাহান জেব ইবনে খালেদ জিন্নাহসহ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ ফাইনাল খেলা উপভোগ করেন।
উল্লেখ্য মাসব্যাপী অনুষ্ঠিত এই টুর্ণামেন্টে সিলেট জেলার ৪টি বেসরকারী বিশ্ববিদ্যালয়সহ মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ক্রিকেট দল লিগ পর্যায়ে প্রতিটি খেলায় জয়লাভ করে সেমিফাইনালে পার্ক ভিউ মেডিকেল কলেজকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়।