নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ আগস্ট, ২০২১, সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস । প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংযুক্ত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মিসবাহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এনইইউবি ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও ড. আহমদ আল কবীর।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা ও শামিম আল আজিজ লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক। তিনি শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে অবগত করেন। নবীণ শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের রুবাইয়া ফজলু জিশা, ইংরেজি বিভাগের মুনতাকিম মুবিন, আইন ও বিচার বিভাগের তানজিনা আক্তার সারা এবং সিএসই বিভাগের নুসরাত জাহান সিরাজী। পরবর্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক, ডীন ও বিভাগীয় প্রধানগণ নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মিসবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের এ্যটিচিউড, নলেজ ও স্কিল এই তিনটি বিষয়কে মাথায় রেখে জীবনের স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহবান জানান। তিনি বলেন আজকের তরুণরা জ্ঞান অর্জনে প্রয়োজনীয় তথ্যাদি তথ্য ও প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই পেয়ে যাচ্ছে। শুধু বিষয়কে ভালোবেসে শ্রম দিলে জীবনে সফল্য অর্জন সম্ভব। তিনি শোকাবহ আগস্টে আমাদের জাতির পিতাসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বিশেষ অতিথি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মূল লক্ষ্য ‘কোয়ালিটি এডুকেশন’ এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়টি অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। তিনি প্রধান অতিথিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম গণমূখি শিক্ষা প্রদানে এই বিশ্ববিদ্যালয়ের অর্জনের প্রশংসা করেন। প্রফেসর হেনা সিদ্দিকী ছাত্র-শিক্ষক সম্পর্কের মাধ্যমে জ্ঞান আহোরণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন আলোর কাছে না গেলে যেমন আলোকিত হওয়া যায় না তেমনি শিক্ষকবৃন্দের সাহাচার্য ছাড়া জ্ঞান অর্জন সম্ভন নয়। ড. আহমদ আল কবীর কর্মবান্ধব ও জীবনমূখী শিক্ষা প্রদানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অবদানের উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের বিদ্যার আলয় বা বাড়ি যে বাড়ি থেকে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠে। তিনি নবীন শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং প্রধান অতিথিসহ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণকারী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধ্যনবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।