নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কেভিড-১৯ এর ২য় ডোজের টিকা ১ ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০০ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কম্পাসে প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসসহ রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, ডীন, প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, প্রক্টর, রথীন্দ্র চন্দ্র গোপ, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উক্ত টিকা কার্যক্রম পরিদর্শন করেন।
উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস টিকা কার্যক্রম সুষ্ঠ ও সু-শৃঙ্খলভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান । তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সকল শিক্ষার্থী টিকা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। উপাচার্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ টিকা কার্যক্রম আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করায় সিলেট সিটি কর্পোরেশনের প্রতি আন্তিরক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।