নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফল-২০২১ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ ০৫ ডিসেম্বর, ২০২১, সকাল ৯.৩০টায় বিশ্ববিদ্যালয়ের আরিফ ইকবাল স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী, মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম এবং মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ডাঃ রনজিৎ কুমার দে ও প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিনের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সকল বিভাগীয় প্রধানগণ এবং প্রতি বিভাগের একজন করে নবীন শিক্ষার্থী। অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রাস্টি বোর্ডের সদস্য মঞ্জুর কাদির শাফি শিক্ষার্থীদের তাদের মহামূল্যবান সময়কে সঠিকভাবে ব্যবহারের উপর গুরুত্ব দেন। প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী সবক্ষেত্রে আন্তরিক হওয়ার আহবান জানান। এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন জ্ঞান অর্জনে পরিশ্রমের বিকল্প নেই। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী শারিরীক অসুস্থতার মধ্যেও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। তিনি নবীনসহ সকল শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামানা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন সততা ও আন্তরিক প্রচেষ্ঠা মানুষের জীবনে সাফল্য এনে দেয়। নবীন শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় থেকে সততা, আন্তরিক প্রচেষ্ঠার মাধ্যমে জ্ঞান অর্জন করে জীবনে সফল মানুষ হিসেবে তৈরী হবে এবং এক্ষেত্রে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অত্যন্ত সফলতা অর্জন করছে। এর আগে তিনি অন লাইনে সনদ যাচাই সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরীক্ষা দপ্তরের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শাহাদাৎ হোসেইন পারভেজের নেতৃত্বে এই সফটওয়্যারটি তৈরী করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত যে কোন শিক্ষার্থীর সনদ অন লাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন স্থান থেকে যাচাই করা যাবে।
অনুষ্ঠানের সভাপতি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন- তরুণরাই শক্তি, বর্তমান যুগ হচ্ছে তরুণদের যুগ। তিনি নবীন শিক্ষার্থীদের তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে জীবনে সফল হওয়ার আহবান জানান। উপাচার্য প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত শিক্ষার্থী ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।