নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ স্প্রিং-২০২২ সেমিস্টারে ভর্তির জন্য আজ থেকে এডমিশন ফেয়ার শুরু হয়েছে এবং ২২ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত চলবে। তিন দিন ব্যাপী এডমিশন ফেয়ারের ১ম দিন ২০ ডিসেম্বর, ২০২১ সকাল ৯ঃ০০টায় হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সে অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে ফিতা কেটে বর্ণাঢ্য এডমিশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসা অনুষদের ডীন প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবীর। সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ফেয়ার উপলক্ষ্যে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষনীয় সুযোগ সুবিধা। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।