Events

Events

Seminar on Career Development

Exciting News! Join us on March 10, 2024, at 12:30 PM, for an insightful seminar on "Career Development" organized by North East University Bangladesh!
Speakers:
Prof. Dr. Mohammad Kaykobad (Dept. of CSE, BRAC University)
Alhaj Sufi Mohammed Mizanur Rahman (Chairman, PHP Family)
Chair: Prof. Dr. Md. Elias Uddin Biswas (Vice Chancellor, North East University Bangladesh)
Venue: NEUB Auditorium
Don't miss this opportunity to gain valuable insights and advice from renowned experts in the field! Enhance your career prospects and chart a path towards success. See you there!
#CareerDevelopment #NEUBSeminar

Admission Fair Spring 2024

The Spring 2024 Admission Fair is just around the corner at North East University Bangladesh! Don't miss out on this incredible opportunity to unlock your potential and shape your future career success.
Enroll in the Admission Fair and enjoy amazing benefits:
50% special waiver on admission fees
45% - 100% tuition fee waiver
Discover a world of opportunities with our diverse range of programmes:
BBA, MBA
B.Sc. (Engg.) in CSE
B.A. (Hons.) in English, M.A. in English
LL.B, LL.M
MDS
MPH
NEUB provides an exceptional learning environment that prepares you for future career success. Our experienced faculty and state-of-the-art facilities ensure you receive the best education.
Get in touch with us:
Address: Sheikhghat, Sylhet-3100
Tel: +880 02996631220
Mobile: 01755566994
Website: www.neub.edu.bd
Don't let this opportunity pass you by! Join us at the Admissions Fair on 05-07 February 2024, and let NEUB be your stepping stone to success.

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ স্প্রিং-২০২২ সেমিস্টারে ভর্তির জন্য আজ থেকে এডমিশন ফেয়ার শুরু হয়েছে এবং ২২ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত চলবে। তিন দিন ব্যাপী এডমিশন ফেয়ারের ১ম দিন ২০ ডিসেম্বর, ২০২১ সকাল ৯ঃ০০টায় হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সে অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে ফিতা কেটে বর্ণাঢ্য এডমিশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসা অনুষদের ডীন প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক  কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবীর।  সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ফেয়ার উপলক্ষ্যে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষনীয় সুযোগ সুবিধা। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ  ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

শিক্ষার গুণগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) -এর উদ্যোগে দিনব্যাপি ওয়ার্কসপ ৯ ডিসেম্বর, ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়ের আরিফ ইকবাল মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর IQAC পরিচালক প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ওয়ার্কসপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রনজিৎ কুমার দে। ওয়ার্কসপের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IQAC পরিচালক, রসায়ন বিভাগের প্রফেসর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্বাচিত মাস্টার ট্রেইনার ড. মোঃ আশরাফুল আলম।  ওয়ার্কসপ উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. নায়ীম আলীমুল হায়দার শুরুতে ড. মোঃ আশরাফুল আলমের বর্ণাঢ্য শিক্ষা ও কর্মজীবন তুলে ধরেন এবং বাংলাদেশের উচ্চ শিক্ষায় পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে তাঁর অবদান বর্ণনা করেন।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ওয়ার্কসপ উদ্বোধন করে বলেন অংশগ্রহণকারী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ-এর শিক্ষকগণ এই ওয়ার্কসপের মাধ্যমে শিক্ষা প্রদানের ক্ষেত্রে তাদের পেশাগত দক্ষতা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে উপকৃত হবেন। দিনব্যাপী এই ওয়ার্কসপের বিষয় ছিল ‘Outcome Based Education (OBE) Curriculum Development’। ওয়ার্কসপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

Page 1 of 8

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…