It gives me immense pleasure to offer a message of goodwill, prosperity and welcome to all those students who have selected North East University Bangladesh (NEUB) as the seat of their learning and to the members of the society for their continuing support to NEUB.
I am proud to be associated with North East University Bangladesh (NEUB) as the Vice Chancellor. Our challenge is to develop the University not only as an institute of academic excellence but also as a centre of socio-economic research. The University's vision is “Education with Innovation” and aims at quality education with equal motto to inculcating social and moral values in our students, the leaders of tomorrow.
Since its establishment in 2012 it has opened up great opportunities to play as one of the excellent University of the country, especially in Sylhet.
I wish the University for a bright future and assure the society of providing quality higher education at an affordable cost in Bangladesh. It gives me great pleasure to welcome you to North East University Bangladesh, a place of learning and scholarship and also welcoming all to be engaged in preparing young men and women to face the challenges of the new millennium.
(Professor Dr. Md. Elias Uddin Biswas)
Vice-Chancellor
North East University Bangladesh
Email: ebiswasmat@yahoo.com
মহান বিজয় দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর র্যালি ও শ্রদ্বাঞ্জলী
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে বিজয় দিবেসের র্যালি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকের নেতৃত্বে চৌহাট্টাস্থ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মাধ্যমে সম্পন্ন হয়।
বিজয় দিবসের র্যালি ও শ্রদ্ধাঞ্জলী নিবেদনে আরো অংশগ্রহন করেন ভারপ্রাপ্ত হিসাব পরিচালক শামস এলাহী রাসেল, সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা, সহকারী অধ্যাপক ও প্রক্টোর রথিন্দ্র চন্দ্র গোপ, প্রভাষক শাহাদাত হোসাইন পারভেজ, আবু সাইদ মুন্না, সামিহা সানজানা, আমীর হোসেন, মুফতি নাদিমুল কামার আহমদ, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব শাহ মনসুর আলী নোমন, জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহান আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IQAC এর উদ্যোগে ওয়ার্কসপ অনুষ্ঠিত
শিক্ষার গুনগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) উদ্যোগে 'Accreditation standard and criteria’ বিষয়ের উপর এক ওয়ার্কসপ ১৯/১১/২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আইন ও বিচার বিভাগের প্রধান ড. নায়ীম আলীমুল হায়দারের উপস্থাপনায় ওয়ার্কসপে বিষয়ের উপর ‘স্পীকার’ হিসেবে উপস্থাপনা করেন এপ্লায়েড সোসিওলোজী ও সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রধান ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইকিউএসি এর পরিচালক মোঃ তানভীর আহমেদ চৌধুরী। ওয়ার্কসপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর হেনা সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ।
ওয়ার্কসপে বাংলাদেশ সরকারের গঠিত এক্রিডিটেশন কাউন্সিলের কার্যক্রম ও শিক্ষার গুনগতমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের কর্মপন্থা এবং এক্রিডিটেশন কাউন্সিলের মান যাচাইয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনের প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ওয়ার্কসপের গুরুত্ব তুলে ধরে বলেন মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ই পারে দক্ষ কর্মী সৃষ্টি করতে, এজন্য তিনি শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরসহ সবাইকে স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর হেনা সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ওয়ার্কসপ আয়োজনের জন্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর IQAC কর্তৃপক্ষকে ধন্যবাদ জনান এবং ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সকল প্রকার সাহায্য ও সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
ওয়ার্কসপে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের এক সভা ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্যবৃন্দ উক্ত সভায় অংশগ্রহণ করেন।
সভায় ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং বোর্ড অব ট্রাস্টিজের পূর্ববর্তী সভাসমূহে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।