আইকিউএসি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
শিক্ষার গুণগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) উদ্যোগে দিনব্যাপি এক সেমিনার ১৭/১২/২০১৭ তারিখে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যবসা অনুষদের ডীন ও IQAC পরিচালক প্রফেসর ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী। দুই পর্বে অনুষ্ঠিত সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরণ্যে শিক্ষাবিদ সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেরস ড. এ এন এম মেশকাত উদ্দিন। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ ছাবার সঞ্চালনায় IQAC নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রশাসনিক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাহারাত নেওয়াজ প্রফেরস ড. এ এন এম মেশকাত উদ্দিন-এর বর্ণ্যাঢ্য শিক্ষা ও গবেষনা কর্মের উপর সংক্ষিপ্ত বর্ণনা দেন। সেমিনারে প্রথম পর্বের বিষয় ছিল "Applying Total Quality Management to University Teaching" এবং দ্বিতীয় পর্বের বিষয় "Research, University Service and University Linkage with Stakeholders"। প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী দেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার গুণগত মান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক IQAC গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের শিক্ষা প্রদানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীরা যথপোযুক্ত শিক্ষা অর্জন করতে পারবে। তিনি পেশাগত ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেমিনারে উপস্থাপনের জন্য প্রফেরস ড. এ এন এম মেশকাত উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জনান এবং অংশগ্রহণকারী সকল শিক্ষক ও কর্মকর্তা এতে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন। সেমিনারের উভয় পর্বে ইউনিভার্সিটির সকল শিক্ষক-কর্মকর্তা অংশগ্রহন করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বৈশাখী উৎসব-১৪২৪ উদযাপন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে বৈশাখী উৎসব-১৪২৪। সকাল ৮টা ৩০ মিনিটে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এর উপাচার্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য, প্রফেসর ড. আতফুল হাই শিবলী’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা উৎসবস্থল সিলেট শহরের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে। সেখানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির উপাচার্য উৎসবের শুভ উদ্বোধন করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড আব ট্রাস্টিজের সেক্রেটারী আরিফ ইকবাল, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রঞ্জিত কুমারে দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, ব্র্যাকের আইন ও সালিশ কেন্দ্রের সিফা হাফিজ এবং ব্র্যাকের ন্যায়পাল অফিসের কনসালটেন্ট অধ্যাপক নাজিয়া খাতুন। এছাড়াও উৎসবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোর্টে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, নাট্যকার মুশতাক আহমেদ, সিলেটের পুলিশ সুপার গোলাম কিবরিয়া এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম। প্রভাষক ফাতেমা রশিদ ছাবার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ তানভীর আহমেদ চৌধুরী।
উৎসবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব পরিবেশন করে লোক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লালন গীতি, আবৃত্তি ও ঐতিহ্যবাহী পুথিপাঠ। উৎসবের দ্বিতীয় পর্বে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যান্ড দল কসমিক রে এবং জনপ্রিয় ব্যান্ড ঐরাবত জমজমাট ব্যান্ড সংগীত পরিবেশন করে। উৎসবের বিভিন্ন স্টলে ছিল রকমারী খাবার। পুরোদিন ব্যাপী বিপুল দর্শক শ্রোতা এই উৎসব উপভোগ করেন।
‘টেক হান্ট’ প্রতিযোগীতার জন্য পূবালী ব্যাংকের চেক হস্তান্তর
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তর্গত সিএসই সোসাইটির উদ্যোগে আগামী ২১-২২ ডিসেম্বর ২০১৭ তারিখে ‘টেক হান্ট’ প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগীতায় টাইটেল স্পন্সর হিসেবে পূবালী ব্যাংক লিঃ পাঁচ লক্ষ টাকার একটি চেক নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলীর নিকট হস্তান্তর করেন। সম্প্রতি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পূবালী ব্যাংক লিঃ, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান খান এবং সিলেট পূর্ব অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মাহবুব আহমদ পূবালী ব্যাংক লিঃ এর পক্ষে এই চেক হস্তান্তর করেন। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ -এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলী ‘টেক হান্ট’ প্রতিযোগীতায় পূবালী ব্যাংক লিঃ -এর এই অবদানে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।