News

বর্ণাঢ্য আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও শ্রদ্বাঞ্জলির মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান বিজয় দিবস-২০২১ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপিত হয়। বিজয় দিবসের উক্ত অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

 ১৬ ডিসেম্বর, ২০২১ সকাল ৮টায় প্রধান অতিথি  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ^াস এবং শিক্ষক, শিক্ষার্থী,  কর্মকর্তা ও কর্মচারূীবৃন্দ  বিশ^বিদ্যালয়ের শেখঘাটস্থ ক্যাম্পাসে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা  করেন। বিজয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়। পরবর্তীতে উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ^াসের সভাপতিত্বে ও রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক, সহযোাগী অধ্যাপক ড. নায়ীম  আলীমুল হায়দার, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাথী মাহবুবা জিনিয়া তৃপ্তি, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল, ব্যবসা অনুষদের ডীন প্রফেসর মোঃ তানভির আহমেদ চৌধুরী এবং হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন ও মুক্তিযোদ্ধা ডাঃ রঞ্জিত কুমার দে।

 প্রধান অতিথি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিজয়ের ৫০ বছরে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের  দেশ বর্তমানে বিশে^ উন্নয়নের রোল মডেল। তিনি জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও স্বাধীনতার সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 সভাপতি প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ^াস বলেন বাংলাদেশ আর্থ সামাজিকভাবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে গেছে বর্তমানে পাকিস্থানের দুই টাকার সমান আমাদের এক টাকা। বিজয়ের ৫০ বছর বাংলাদেশের উন্নয়ন সত্যিই বিস্ময়কর। তিনি উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সভাপতি প্রধান অতিথিসহ উপস্থিত সবাইকে আন্ডরিক ধন্যবাদ জানান। এর পর মহান বিজয় দিবস-২০২১ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্নাঢ্য র‌্যলি উপাচার্যের নেতৃত্বে চৌহাট্টাস্থ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে সম্পন্ন হয়। র‌্যলিতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন  বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। স্বাধীনতার অন্তিম লগ্নে শহীদ হওয়া দেশের বুদ্ধিজীবীদের স্মরণে উক্ত আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবার সঞ্চালনায় অনুষ্ঠানে হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন এবং মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ রনজিৎ কুমার দে স্মৃতি চারণ করে বলেন সে সময় তিনি সিলেট মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি সিলেট শহরে পাক হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদরের অত্যাচারের বর্ণনা দেন এবং সিলেট মেডিকেল কলেজের শহীদ বুদ্ধিজীবী ডাঃ শ্যামল কান্তি লালা, ডাঃ শামসুদ্দীন ও কর্ণেল ডাঃ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সভাপতি প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন। স্বাধীনতার উষা লগ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষাবিদকে পাক হানাদার বাহিনী হত্যা করে। এর মধ্যে গণিত বিভাগেরও অনেক শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালায় সে সকল শহীদের স্মৃতি সংরক্ষিত আছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তারা সে সকল শহীদ বুদ্ধিজীবী সর্ম্পকে জানতে পেরেছেন। তিনি বলেন বঙ্গবন্ধুর ৬ দফা উত্থাপনে বুদ্ধিজীবীদের অবদান ছিল সে জন্য পাকিস্থানী বাহিনী এ দেশের বুদ্ধিজীবীদের উপর অত্যন্ত ক্ষিপ্ত ছিল। জাতিকে মেধা শূণ্য করতে তাই এদেশের বুদ্ধিজীবী শ্রেণী বিশেষ করে অধ্যাপক, চিকিৎসক, আইনজীবীসহ সমাজের বিবেককে তারা হত্যা করে। কিন্ত তারা এতে সফলতা অর্জন করতে পারেনি। বাঙালী জাতি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এ  দেশ স্বাধীন করে আজ বিশ্বের বুকে মাথা তুলে দাড়িয়েছে। তিনি শহীদ বুদ্ধিজীবীসহ স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তাগণ ভার্চুয়ালী অংশগ্রহণ করনে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ক্লাবসমূহের প্রতিনিধিদের সাথে উপাচার্য মহোদয়ের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সাথে বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন ক্লাব, ব্যান্ড এবং থিয়েটার এর উপদেষ্টা, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দের এক সভা ৩০ নভেম্বর ২০২১ তারিখ, সকাল ১১ঃ০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সভায় নর্থ ইস্ট ইউনিভার্সিট বাংলাদেশ-এর কালচারাল ক্লাব, ডিভেটিং ক্লাব, রোটারেক্ট ক্লাব, ‘ল’ স্টুডেন্ট ফোরাম, সিএসই সোসাইটি, ইংলিশ কাউন্সিল, বিজনেস ক্লাব, সোস্যাল সার্ভিস ক্লাব, ফটোগ্রাফী ক্লাব, ট্যুারিস্ট ক্লাব, ব্যান্ড কসমিক-রে এর উপদেষ্ঠা, সভাপতি,       সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ক্লাব সমূহের উপদেষ্ঠা, সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে তাদের  মতামত প্রকাশ করেন এবং আমন্ত্রনের জন্য উপাচর্য  মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য  বর্তমান করোনা মহামারী পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু করা এবং ক্লাবসমূহের কার্যক্রম চালু করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সবাইকে মূল লক্ষ্য পড়াশুনা প্রতি আন্তরিক থেকে পাশাপাশি বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ঠ হওয়ার আহবান জানান।

সৈয়দ গোলাম কিবরিয়ার মৃত্যুতে এনইইউবি পরিবার গভীর শোকাহত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সাবেক পরিচালক (অর্থ) ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া ০২ নভেম্বর, ২০২১ তারিখ (মঙ্গলবার) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। 

তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই গভীরভাবে শোকাহত। নর্থ ইস্ট ইউনিভার্সিটি পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছে।

উল্লেখ্য বর্ণাঢ্য চাকুরী জীবনে সৈয়দ গোলাম কিবরিয়া বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন। তিনি জনতা ব্যাংক এবং এবি ব্যাংকের পরিচালক ছিলেন। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ তিনি পরিচালক (অর্থ) পদে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে দেশ একজন গুণী ব্যক্তিকে হারালো।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর একাডেমিক কাউন্সিলের ১৪ তম সভা ১০ অক্টোবর, ২০২১ রবিবার সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন।

উক্ত একাডেমিক কাউন্সিলের সভায় সংযুক্ত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্ণর প্রফেসর ড. ফরাসউদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহকারী রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডীন ও সকল বিভাগীয় প্রধানগণ। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও সভায় বিভিন্ন বিষয়ে একাডেমিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়।

উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দকে সভায় সংযুক্ত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য মহোদয়কে এনইইউবি রোটারেক্ট ক্লাবের ২০২১-২২ বর্ষের নবগঠিত কমিটির শুভেচ্ছা জ্ঞাপন

এনইইউবি রোটার‌্যাক্ট ক্লাবের ২০২১-২২ বর্ষের নবগঠিত কমিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসকে তাঁর অফিসে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে।

শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনইইউবি রোটার‌্যাক্ট ক্লাবের উপদেষ্ঠা প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক এবং পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল।  এনইউবি রোটারেক্ট ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি-রাজবীন জসিম রাজ, সহ-সভাপতি ফাতেমা ইমা ও মোঃ রেজাউল ইসলাম মাহফুজ, সাধারণ সম্পাদক-জসিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক-ওয়াজেদ আখলাক চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনইইউবি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব ইরাম ও শুভ ধর এবং এনইইউবি কালচারাল ক্লাবের সভাপতি মুহাইমিন বক্সওলি।

উপাচার্য মহোদয় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-কারিকুলার কার্যক্রমের উপর গুরুত্ব দেন। তিনি সমাজিক উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে রোটার‌্যাক্ট ক্লাবের অবদানকে স্মরণ করেন।  উপচার্য উপস্থিত সকল শিক্ষার্থীদের সু-স্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেণ। অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাবের উপদেষ্ঠা প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরীকেও ফুলের তোড়া দিয়ে নবগঠিত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির ২০২১-২২ বর্ষের নূতন কমিটি গঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিতার্কিক সংগঠন ‘এনইইউবি ডিবেটিং সোসাইটি’র ২০২১-২২ বর্ষের জন্য ১০জন প্রেসিডিয়াম সদস্য এবং কার্যনির্বাহী কমিটিতে ১৩ জনসহ মোট ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৮/০৯/২০২১ তারিখে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়। মোঃ হাবিবুর রহমান-কে প্রেসিডেন্ট এবং রুবাইয়াৎ বিনতে ওয়াহীদ-কে সেক্রেটারি করে ঘোষিত এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিন। এনইইউবি ডিবেটিং সোসাইটির নব গঠিত ২০২১-২২ সনের কমিটির বিভিন্ন পদগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন সহ-সভাপতি-১ নুসরাত ইসলাম, সহ-সভাপতি-২ ইমরান আহমদ খান,  জয়েন্ট সেক্রেটারি পদে- হামজা আহমেদ,  কোষাধ্যক্ষ- তাসলিম মেহজাবিন পুতুল, অর্গানাইজিং সেক্রেটারী-আল ইমরান নাহিদ,  সহ-অর্গানাইজিং সেক্রেটারী- ইলিমা শিকদার প্রভা, ডিবেট সেক্রেটারী-মিশখা আখি, পাবলিকেশন সেক্রেটারী-মোঃ ফুয়াদুল ইসলাম এবং এসিসট্যান্ট পাবলিকেশন সেক্রেটারী পদে- লিমা জান্নাত। এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসবে আছেন অনুপ তালুকদার ও এমরান হোসেন।

 নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ কর্তৃপক্ষ এনইইউবি ডিবেটিং সোসাইটির নবগঠিত ২০২১-২২ বর্ষের সকল সদস্যবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের মধ্যে বিতর্ককে জনপ্রিয় করে তুলতে বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কর্তৃপক্ষ কমিটির সার্বিক সাফল্য কামানা করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের সভা, ১২ সেপ্টেম্বর, ২০২১ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর  সিন্ডিকেটের চেয়ারম্যান, উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, সরকার কর্তৃক মনোনীত সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ ফজলুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী,  নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান তাসনিম জাহান ও সদস্য সচিব নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক।

সভায় বিশ্ববিদ্যালয়ের  একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সিন্ডিকেটের সকল সদস্যবৃন্দকে অংশ গ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য মহোদয়কে এনইইউবি-এর সদ্য বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সদ্য বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ০২ সেপ্টেম্বর, ২০২১ তারিখ দুপুর ১:০০ ঘটিকায় উপাচার্য মহোদেয়ের অফিস কক্ষে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে উক্ত শুভেচ্ছা জানান। 

শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক এবং পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল।  বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিক আহমদ, আখলাকুল আম্বিয়া, হায়াদার, আরাফাত, রেদোয়ান, জিহাদ, জাবের, মাহবুব, গোলজার, গোলাম কিবরিয়া, এজাজুল হক, জুয়েল, প্রত্যয়, শান ও দ্বীপ রাজ দাস ।

উপাচার্য মহোদয় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং যারা পাশ করে গেছেন তাদের জীবনে সমৃদ্ধি সু-স্বাস্থ্য ও ভাবিষ্যৎ সাফল্য কামনা করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের সভা, ২২ আগস্ট ২০২১ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর  সিন্ডিকেটের চেয়ারম্যান, উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, সরকার কর্তৃক মনোনীত সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ ফজলুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী,  নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান তাসনিম জাহান ও সদস্য সচিব নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক।

সভায় বিশ্ববিদ্যালয়ের  একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সিন্ডিকেটের সকল সদস্যবৃন্দকে ভার্চুয়ালি অংশ গ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাতীয় শোক দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫ই আগস্ট ২০২১ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক আল মেহদী সাদাত চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শহাজাদা আল সাদিকের সঞ্চলনায় অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের প্রবন্ধ ‘বঙ্গবন্ধুর জীবনে নেতাজী সুভাস চন্দ্র বসুর প্রভাব’ থেকে নির্বাচিত অংশ পাঠ করেন অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী এবং পঠিত বিষয়ের উপর আলোচনায় অংশ নেন পরীক্ষা নিয়ন্ত্রক শামস্্ এলাহী রাসেল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ ও সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিৎ কুমার দে।

আলোচনায় প্রধান অতিথি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন সময়ে তাঁর সাক্ষাতের স্মৃতি চারণ করে বলেন বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নাই কিন্তু তিনি আমাদের একটি দেশ দিয়ে গেছেন যা একমাত্র বাঙালীর এবং বাঙালী জাতির। বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ অত্যন্ত সফলভাবে উন্নতীর দিকে এগিয়ে যাচ্ছে। তিনি সবাইকে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকার আহবান জানান। এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ই আগস্টের বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদ এবং স্বাধীনতার সকল বীর শহিদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

বিশেষ অতিথি প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী অনুষ্ঠানে পঠিত উপাচার্য মহোদয়ের প্রবন্ধ থেকে বঙ্গবন্ধুর জীবনের শৈশবকাল এবং তাঁর জীবনে নেতাজী সুভাস চন্দ বসু ও তৎকালীন বিশিষ্ট ব্যক্তিদের প্রভাব সম্পর্কে অবগত হতে পেরেছেন বলে জানান এবং এ জন্য তিনি উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ।  বাঙালী জাতি বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শ ও দেশ প্রেম ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

সভাপতি প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস-বাঙালী হিসেবে বঙ্গবন্ধু ও নেতাজী সুভাস চন্দ্র বসুর মধ্যে বিভিন্ন সামাঞ্জস্য উল্লেখ করে বলেন নেতাজী সুভাস চন্দ্র বসু যেমন বাংলা ও বাঙালীকে ভালোবাসতেন তেমনি বঙ্গবন্ধুও বাঙালী জাতিকে ভালোবেসেছেন। শৈশব থেকে বঙ্গবন্ধু মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন এবং এ জন্যই গণ-মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভুষিত করেছে। তিনি ছিলেন সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালী। অন্ষ্ঠুানে অংশগ্রহনের জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আলোচনা শেষে ভার্চুয়ালী দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী। উক্ত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন  করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা ০৭ আগস্ট শনিবার সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুম এ্যাপস্ এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন।

এই ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ডীন ও সকল বিভগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ের একাডেমিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস একাডেমিক কাউন্সিলের সকল সদস্যবৃন্দকে সভায় সংযুক্ত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর একাডেমিক কাউন্সিলের ১২ তম সভা ১০ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর কারণে এই সভাটি ভার্চুয়াল প্লাটফর্ম জুম এ্যাপস্ এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন।

এই ভার্চুয়াল সভায় সংযুক্ত হন দেশ বরেণ্য খ্যাতিমান ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডীন ও সকল বিভগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার সভায় সংযুক্ত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ের একাডেমিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস একাডেমিক কাউন্সিলের সকল সদস্যবৃন্দকে সভায় সংযুক্ত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ঐতিহাসিক ৭ই মার্চ-২০২১ উদযাপিত

পতাকা উত্তোলন, আলোচনা সভা ও ডকুমেন্টারী প্রদর্শনীর মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ঐতিহাসিক ৭ই মার্চ-২০২১ উদ্যাপিত হয়। ঐতিহাসিক ৭ই মার্চের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।


সকাল ১১ঃ০০ঘটিকায় তেলিহাওরস্থ ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ের কনাফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপ্লায়েড সোসিওলোজি ও সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।


প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট তুলে ধরে বলেন বাঙালী জাতির স্বাধীনতা অর্জনের সমস্ত দিক নির্দেশনা জাতির জনকের এই ১৯ মিনিটের বক্তব্যের মধ্যে নিহিত ছিল। উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন বঙ্গবন্ধুকে বিবিসি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী হিসেবে যে ঘোষণা দিয়েছে তার মূলে রয়েছে বাংলার ও বাঙালীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিকতা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালী জাতিকে যে ভাবে উজ্জীবিত করেছে, অনুপ্রেরণা দিয়েছে ইতহাসে তা খুবই বিরল সে জন্য ইউনেস্কো তার বুক অব রেজিস্ট্রারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ লিপিবদ্ধ করে রেখেছে। প্রধান অতিথি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ঐ সময়ে বঙ্গবন্ধুর সাথে তাঁর সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন বঙ্গবন্ধু আজীবন মানুষকে ভালোবেসেছেন, তিনি গণমানুষের উন্নয়নে আজীবন সংগ্রাম ও ত্যাগ করে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এদেশের মানুষের উন্নয়ন, তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানের শেষাংশে জাতির জনকের উপর এক তথ্য চিত্র প্রদর্শিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানমালা উপভোগ করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্যের সাথে বৃহত্তর রাজশাহী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস এর সাথে সিলেটস্থ বৃহত্তর রাজশাহী সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষৎ ও শুভেচ্ছা বিনিময় করেন । ১৫ ফেব্রুয়ারী, ২০২১ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় বৃহত্তর রাজশাহী সমিতি, সিলেটের একটি প্রতিনিধি দল উপাচার্য মহোদেয়ের অফিস কক্ষে উক্ত সৌজন্য সাক্ষাতে মিলিত হন।


সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন বৃহত্তর রাজশাহী সমিতি সিলেট এর সভাপতি প্রফেসর ড. ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক, সহ-সভাপতি অধ্যাপক ড. তরিকুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, সাহিত্য সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হক, মহিলা বিষয়ক সম্পাদক জামিলা আক্তার মিলি। সমিতির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বশির উদ্দিন, সাইদুর রহমান শহিদ, সাদ্দাক হোসেন, শাখাওয়াত হোসেন সুমন, মোঃ রাসেল, হাসিবুর রহমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাদেকিন ইসলাম, সাইফ হাসান, শামিমা আক্তার, মোঃ রজন আলী, মোঃ শাহাদাত হোসেন ও আব্দুস সালাম।


বৃহত্তর রাজশাহী সমিতি, সিলেট এর পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ প্রফেসর ড. মোঃ ইালয়াস উদ্দিন বিশ্বাসকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য হিসেবে যোগদান করায় আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশাপ্রকাশ করেন তাঁর সুযোগ্য নেতৃত্বে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। অতিথিবৃন্দ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য মহোদয়কে বৃহত্তর রাজশাহী সমিতি সিলেট এর পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন। উপাচার্য মহোদয় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সমিতির সকলের সহযোগীতা কামনা করেন।

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের অধ্যাপক . ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম ও রাশেদুল হাসানসহ প্রেসক্লাবের সদস্যরা।

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘শাবিপ্রবিতে শিক্ষকতার সময় আগে যেমন সততা এবং দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে এসেছি। এখানেও আমি সেভাবেই কাজ করে যেতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জুবায়ের মাহমুদ নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য হিসেবে প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস এর যোগদান

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য হিসেবে ১২জানুয়ারী,২০২১ তারিখে যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির আদেশে তিনি এই পদে যোগদান করেন। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর তেলিহাওরস্থ ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর হেনা সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নতুন উপচার্যকে বরন করেন।
 
বর্ণাঢ্য কর্ম জীবনের অধিকারী প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস রাজশাহী জেলার গোদাগাড়ি থানার নবীনগর গ্রামে জন্মগ্রহন করেন। রাজশাহী বিশ্বদ্যিালয় থেকে তিনি গণিত বিষয়ে ১ম শ্রেণীতে ১৯৮৫ সালে অনার্স ও ১৯৮৬ সালে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে পিএইচ. ডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৪ সালের মার্চ মাসে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০০৭ সালে তিনি প্রফেসর পদে উন্নীত হন এবং ২০১৭ সালে গ্রেড-১ প্রফেসর হন। ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ২০১০ সালের ১০ই জুন থেকে ২০১৪ সালের ৯ জুন এবং ১০ ফেব্রুয়ারী ২০১৫ থেকে ৯ ফেব্রুয়ারী ২০১৯ পর্যন্ত দুই মেয়াদে মোট ৮ বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। কোষাধ্যক্ষ থাকাকালীন তিনি বিভিন্ন মেয়াদে ভারপ্রাপ্ত উপাচার্যেরও দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন মেয়াদে ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক ছাত্র উপদেশ ও নির্দেশনা এবং আবাসিক হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
 
ছাত্র-ছাত্রীদের অত্যন্ত প্রিয় প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষকতা ছাড়াও বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। তিনি বিভিন্ন সময়ে তুরস্ক, ইতালী, বৃটেন, বেলারুশ, ভারত ও ভূটান সফর করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন।
 
পারিবারিক জীবনে তার দুই কন্যা - বড় মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এম এস সি তে পড়াশুনা করছেন এবং ছোট মেয়ে সিলেট এমসি কলেজে আইএসসি তে অধ্যায়ন করছেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শোক প্রকাশ

দেশ বরেণ্য শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী ২৯ ডিসেম্বর,২০২০ তারিখ (মঙ্গলবার) রাত ৮:১৯ ঘটিকায় ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।


তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সম্মানীত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই গভীরভাবে শোকাহত। নর্থ ইস্ট ইউনিভার্সিটি পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছে ।

আইন পেশায় ৫০বছর পূর্তি উপলক্ষ্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক সংবর্ধিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আইন পেশায় সুদীর্ঘ ৫০বছর বর্ণাঢ্য পদাচারনার মাইল ফলক হিসেবে সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক সংবর্ধিত হয়েছেন। ০৮.১০.২০২০ তারিখে সিলেট জেলা বার লাইব্রেরী হলে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সিলেটের আরো তিন জন প্রতিথযশা আইনজীবীকে এই সংবর্ধনা দেয়া হয়।


সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিনিয়র দায়রা জজ মোঃ বজলুর রহমান ও মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম।


অনুষ্ঠানে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সংবর্ধিত আইনজিবীবৃন্দকে মানপত্র, ৫০বছরের সুর্বণ জয়ন্তী উপলক্ষে স্মারক ও উপহার সামগ্রী প্রধান করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিত আইনজিবীবৃন্দের সাথে ৫০বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটেন। অনুষ্ঠানে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর দৌহিত্র ফারদিন ইকবাল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও শুভেচ্ছা জানান।


অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদশে এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরিফ ইকবালের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এনইইউবিতে দোয়া মাহফিল

বিশিষ্ট শিক্ষানুরাগী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সাবেক সেক্রেটারী মরহুম আরিফ ইকবালের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ০২/১০/২০২০ তারিখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মঞ্জুর কে. শাফি চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


মাহফিলে মরহুম আরিফ ইকবালের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়্। জিতুমিয়ার পয়েন্টস্থ শেখ ছানাউল্লাহ জামে মসজিদের ইমাম উক্ত দোয়া পরিচালনা করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর উদ্যোগে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরী ও কর্মসংস্থানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরী ও কর্মসংস্থানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি কোম্পানী অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর সাথে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা ২৪শে আগস্ট,২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ মোহাম্মদ আফজল মিয়া ও মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।


অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান সভায় তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরী ও কর্মসংস্থানের লক্ষ্যে তাদের উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি তথ্য প্রযিুক্তি খাতে কর্মসংস্থানে বিশাল সুযোগ এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছাত্র-ছাত্রীদের সেই সুযোগ কাজে লাগনোর আহবান জানান। এ জন্য শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের সাথে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। তিনি তাঁর প্রতিষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ গ্রহনে সর্বত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ মোহাম্মদ আফজল মিয়া অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমানকে এই মতবিনিময় সভায় অংশ গ্রহনের ধ্যনবাদ জানান। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের ক্ষেত্রে অগমেটিক্স বাংলাদেশ লিঃ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এই মতবিনিময় সভা আয়োজনের জন্য অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড ট্রাস্টিজের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।


উল্লেখ্য অগমেটিক্স বাংলাদেশ লিঃ বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা ও আমেরিকায় কার্যক্রম পরিচালনা করছে। এই প্রতিষ্ঠান মূলত আমেরিকার বিভিন্ন হাসপাতালে ও মেডিকেল সার্ভিসে ডাটা সরবরাহ ও সফটওয়্যার তৈরীর কাজ করে থাকে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

গত ১২ই আগস্ট, ২০২০ তারিখে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের এক সভা অনুষ্ঠিত হয়। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপত্বিত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী-সহ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্যবৃন্দ।

সভায় ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। এ ছাড়াও বোর্ড অব ট্রাস্টিজের পূর্ববর্তী সভাসমূহের গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিসহ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি এবং সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মহোদয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন সময়ে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে প্রফেসর এমিরেটাস জামাল নজরুল ইসলাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. মোঃ মুছাওয়ীর আহমদ, প্রফেসর ড. মোঃ খলিলুর রহমান, প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ-সহ সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শিক্ষার্থীদের পাঠদানে অনলাইন শিক্ষা কর্যক্রম চালু হচ্ছে

দেশে করোনা মহামারীর প্রভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনলাইনে ক্লাশ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


গত ০২ মে, ২০২০ তারিখে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল বিভাগীয় প্রধানগনের সাথে এবং ৩ এপ্রিল, ২০২০ তারিখে ডীন, বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ে গঠিত কমিটি এবং এডমিশন কমিটির সদস্যবৃন্দের সাথে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সকল শিক্ষকবৃন্দ ইতোমধ্যে নিজ নিজ কোর্সের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে নির্ধারিত ক্লাশ রুটিন অনুসারে অনলাইন ক্লাশ নেয়ার উদ্যোগ গ্রহন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ থাকলেও শিক্ষার্থীরা তাদের বাড়িতে থেকে রুটিন অনুসারে ক্লাশে অংশ নিতে পারবেন।


উল্লেখ্য করোনা মহামারীর কারণে ইতোমধ্যে দেশের প্রায় সকল বেসরকারী বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালু রাখতে অনলাইনে ক্লাস নেয়া শুরু করেছে।

Attachments:
Download this file (neub_online_meeting.jpg)neub_online_meeting.jpg[ ]84 kB

এনইইউবি ক্যাম্পাসে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

১৯ ফেব্রুয়ারী, ২০২০ তারিখ বুধবার নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর তেলিহাওরস্থ ক্যাম্পাসে ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সোস্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে আয়েজিত এই ফ্রি-ডেন্টাল ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দাতের বিভিন্ন রোগের চেক-আপ ও ফ্রি ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই ফ্রি-ডেন্টাল ক্যাম্পে দাতের বিভিন্ন রোগের জন্য চিকিৎসা সেবা গ্রহন করেন।


২০ মার্চ ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে আয়োজিত এই ফ্রি-ডেন্টাল ক্যাম্পে হলিসাইড ডেন্টাল কেয়ার, সিলেট এর চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি-ডেন্টাল ক্যাম্প এর স্পন্সরের দায়িত্বে ছিলো পেপসোডেন্ট এবং বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল।

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…