অমর একুশে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। ২১শে ফেব্রুয়ারী, ২০২১ সকাল ৮ঃ৩০ ঘটিকায় উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে শহীদ দিবসের র্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।
শহীদ দিবসের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ গ্রহন করেন রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক ও প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ, সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা, ফাতেমা ফারজানা হানী, নওশাদ সজীব, সহকারী রেজিস্ট্রার নুর জাহান, জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহান আহমেদ, প্রভাষক মোঃ শাহাদাত হোসাইন পারভেজ, মোঃ আমীর হোসেন, মুফতি নাদিমুল কমর আহমদ, উপাচার্য মহোদয়ের সচিব শাহ মনসুর আলী নোমান, একাউন্টস অফিসার ময়েজ আল আজিম আনসারী, ইনফরমেশন অফিসার ইসরাত জাহান সরকার, তৌহিদা খানম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।