School of Natural Sciences and Engineering at North East University Bangladesh provides state-of-the-arts Laboratory facilities for its students and faculties. The labs are outfitted with up-to-date computers, software, and network capabilities. These labs offer an ideal setting for study, research, and innovation. The school has five labs, including: 

  • Two Computer Labs: These general-purpose computer labs are each equipped with 40 intel core i5/i7 desktop computers, and a multimedia projector. All the computers in the lab are networked and use standard switches. The lab provides a range of software to support lab classes and research works in the broad field of Software Systems including programming, database systems, information system design, software engineering, computer networking, Artificial Intelligence, Machine Learning, and high-performance simulation and modeling. 
  • Electronics Lab: This lab is designed for conducting experiments on Electrical and Electronic circuits. This laboratory is equipped with DC power sources, AC power sources, Oscilloscopes, Signal Generators, various types of measuring instruments, modern analog, and digital trainer boards.  The laboratory also has inductors, capacitors, resistor banks, all types of IC chips, and other semiconductor devices. 
  • Robotics Lab: This is a purpose-built lab for research on robotics. This lab allows our faculty and students to do research on robotics. The is designed to provide students with hands-on experience with concepts of robotics. The lab is equipped with modern facilities and tools such as Arduino boards, raspberry pi boards, motors. This lab aims to inspire students to pursue further studies in robotics and related fields. 
  • Internet Lab: Internet labs on the campus are for student work and internet browsing. The Internet Lab is equipped with 16 Intel desktop computers. These PCs are equipped with state-of-the-art hardware and software where students can do their assignments and have practical knowledge which is an integral part of their learning. North East University Bangladesh has dedicated high bandwidth internet facility. Free Wi-Fi internet connections for faculty and students are available inside the campus. 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ স্প্রিং-২০২২ সেমিস্টারে ভর্তির জন্য আজ থেকে এডমিশন ফেয়ার শুরু হয়েছে এবং ২২ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত চলবে। তিন দিন ব্যাপী এডমিশন ফেয়ারের ১ম দিন ২০ ডিসেম্বর, ২০২১ সকাল ৯ঃ০০টায় হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সে অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে ফিতা কেটে বর্ণাঢ্য এডমিশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসা অনুষদের ডীন প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক  কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবীর।  সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ফেয়ার উপলক্ষ্যে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষনীয় সুযোগ সুবিধা। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ  ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

শিক্ষার গুণগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) -এর উদ্যোগে দিনব্যাপি ওয়ার্কসপ ৯ ডিসেম্বর, ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়ের আরিফ ইকবাল মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর IQAC পরিচালক প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ওয়ার্কসপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রনজিৎ কুমার দে। ওয়ার্কসপের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IQAC পরিচালক, রসায়ন বিভাগের প্রফেসর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্বাচিত মাস্টার ট্রেইনার ড. মোঃ আশরাফুল আলম।  ওয়ার্কসপ উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. নায়ীম আলীমুল হায়দার শুরুতে ড. মোঃ আশরাফুল আলমের বর্ণাঢ্য শিক্ষা ও কর্মজীবন তুলে ধরেন এবং বাংলাদেশের উচ্চ শিক্ষায় পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে তাঁর অবদান বর্ণনা করেন।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ওয়ার্কসপ উদ্বোধন করে বলেন অংশগ্রহণকারী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ-এর শিক্ষকগণ এই ওয়ার্কসপের মাধ্যমে শিক্ষা প্রদানের ক্ষেত্রে তাদের পেশাগত দক্ষতা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে উপকৃত হবেন। দিনব্যাপী এই ওয়ার্কসপের বিষয় ছিল ‘Outcome Based Education (OBE) Curriculum Development’। ওয়ার্কসপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফল-২০২১ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ ০৫ ডিসেম্বর, ২০২১, সকাল ৯.৩০টায় বিশ্ববিদ্যালয়ের আরিফ ইকবাল স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী, মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম এবং মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ডাঃ রনজিৎ কুমার দে ও প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিনের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সকল বিভাগীয় প্রধানগণ এবং প্রতি বিভাগের একজন করে নবীন শিক্ষার্থী। অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রাস্টি বোর্ডের সদস্য মঞ্জুর কাদির শাফি শিক্ষার্থীদের তাদের মহামূল্যবান সময়কে সঠিকভাবে ব্যবহারের উপর গুরুত্ব দেন। প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী সবক্ষেত্রে আন্তরিক হওয়ার আহবান জানান। এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন জ্ঞান অর্জনে পরিশ্রমের বিকল্প নেই। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী শারিরীক অসুস্থতার মধ্যেও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। তিনি নবীনসহ সকল শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামানা করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন সততা ও আন্তরিক প্রচেষ্ঠা মানুষের জীবনে সাফল্য এনে দেয়। নবীন শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় থেকে সততা, আন্তরিক প্রচেষ্ঠার মাধ্যমে জ্ঞান অর্জন করে জীবনে সফল মানুষ হিসেবে তৈরী হবে এবং এক্ষেত্রে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অত্যন্ত সফলতা অর্জন করছে। এর আগে তিনি অন লাইনে সনদ যাচাই সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরীক্ষা দপ্তরের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শাহাদাৎ হোসেইন পারভেজের নেতৃত্বে এই সফটওয়্যারটি তৈরী করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত যে কোন শিক্ষার্থীর সনদ অন লাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন স্থান থেকে যাচাই করা যাবে।

অনুষ্ঠানের সভাপতি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর  ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন- তরুণরাই শক্তি, বর্তমান যুগ হচ্ছে তরুণদের যুগ। তিনি নবীন শিক্ষার্থীদের তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে জীবনে সফল হওয়ার আহবান জানান। উপাচার্য প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত শিক্ষার্থী ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। 

Page 2 of 8

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…