নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ আগস্ট, ২০২১, সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস । প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংযুক্ত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মিসবাহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এনইইউবি ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও ড. আহমদ আল কবীর। 

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা ও শামিম আল আজিজ লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক। তিনি শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে অবগত করেন। নবীণ শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের রুবাইয়া ফজলু জিশা, ইংরেজি বিভাগের মুনতাকিম মুবিন, আইন ও বিচার বিভাগের তানজিনা আক্তার সারা এবং সিএসই বিভাগের নুসরাত জাহান সিরাজী। পরবর্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক, ডীন ও বিভাগীয় প্রধানগণ নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মিসবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের এ্যটিচিউড, নলেজ ও স্কিল এই তিনটি বিষয়কে মাথায় রেখে জীবনের স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহবান জানান। তিনি বলেন আজকের তরুণরা জ্ঞান অর্জনে প্রয়োজনীয় তথ্যাদি তথ্য ও প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই পেয়ে যাচ্ছে। শুধু বিষয়কে ভালোবেসে শ্রম দিলে জীবনে সফল্য অর্জন সম্ভব। তিনি শোকাবহ আগস্টে আমাদের জাতির পিতাসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিশেষ অতিথি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মূল লক্ষ্য ‘কোয়ালিটি এডুকেশন’ এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়টি অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। তিনি প্রধান অতিথিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।  এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম গণমূখি শিক্ষা প্রদানে এই বিশ্ববিদ্যালয়ের অর্জনের প্রশংসা করেন। প্রফেসর হেনা সিদ্দিকী  ছাত্র-শিক্ষক সম্পর্কের মাধ্যমে জ্ঞান আহোরণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন আলোর কাছে না গেলে যেমন আলোকিত হওয়া যায় না  তেমনি শিক্ষকবৃন্দের সাহাচার্য ছাড়া জ্ঞান অর্জন সম্ভন নয়। ড. আহমদ আল কবীর  কর্মবান্ধব ও জীবনমূখী শিক্ষা প্রদানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অবদানের উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের বিদ্যার আলয় বা বাড়ি যে বাড়ি থেকে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠে। তিনি নবীন শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং প্রধান অতিথিসহ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণকারী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধ্যনবাদ জ্ঞাপন করেন।  উল্লেখ্য উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে জাতির পিতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়। ১৭ মার্চ, ২০২১ সকাল ১০ঃ৩০ ঘটিকায় উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে জাতীয় সংগীতের মধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সন্তানসহ ও অন্যান্য শিশুদের অংশ গ্রহনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়। প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী থেকে তদুর্ধ এই দুই গ্রুপে বিভক্ত হয়ে শিশু-কিশোররা চিত্রাংকনে অংশ গ্রহন করে। প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণী ক্যাটাগরীতে-১ম হয় আফসীন জান্নাত চৌধুরী, ২য় মাহবীন চৌধুরী জারা এবং ৩য় নাইম হোসেন শুভ্র। চতুর্থ শ্রেণী থেকে তদুর্ধ ক্যাটাগরীতে-১ম স্থান অর্জন করে নিশাত শামা চৌধুরী, ২য় নুজহাত আফরীন এবং ৩য় রাজওয়া মাহনুর চৌধুরী।


সকাল ১২ঃ৩০ঘটিকায় চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুিষ্ঠত হয়। প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী ও মনজুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথি প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী বলেন ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ’ অতএব শিশুদের সঠিকভাবে বেড়ে উঠার উপরই জাতীর ও দেশের ভবিষ্যৎ নির্ভরশীল। তিনি জাতির জনকসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। মঞ্জুর কাদির শাফি-জ্ঞান অর্জনের পাশাপাশি আত্ম বিশ্বাসী হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি বলেন পড়াশুনার পাশাপাশি আত্ম বিশ্বাস অর্জন জীবনের সকল ক্ষেত্রে সফলতা এনে দেয়। তিনি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন বঙ্গবন্ধু আমাদের একটি দেশ, একটি পতাকা একটি জাতীয় সংগীত উপহার দিয়েছেন তাই বাঙালী জাতি আজীবন শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুকে স্মরণ করবে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল শিশু-কিশোরসহ সংশ্লিষ্ট সাবইকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামিম আল আজিজ লেলিন।

অমর একুশে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। ২১শে ফেব্রুয়ারী, ২০২১ সকাল ৮ঃ৩০ ঘটিকায় উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে শহীদ দিবসের র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।


শহীদ দিবসের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ গ্রহন করেন রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক ও প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ, সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা, ফাতেমা ফারজানা হানী, নওশাদ সজীব, সহকারী রেজিস্ট্রার নুর জাহান, জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহান আহমেদ, প্রভাষক মোঃ শাহাদাত হোসাইন পারভেজ, মোঃ আমীর হোসেন, মুফতি নাদিমুল কমর আহমদ, উপাচার্য মহোদয়ের সচিব শাহ মনসুর আলী নোমান, একাউন্টস অফিসার ময়েজ আল আজিম আনসারী, ইনফরমেশন অফিসার ইসরাত জাহান সরকার, তৌহিদা খানম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

Page 4 of 8

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…