নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কেভিড-১৯ এর ২য় ডোজের টিকা ১ ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০০ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কম্পাসে প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসসহ রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, ডীন, প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, প্রক্টর, রথীন্দ্র চন্দ্র গোপ, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উক্ত টিকা কার্যক্রম পরিদর্শন করেন।
উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস টিকা কার্যক্রম সুষ্ঠ ও সু-শৃঙ্খলভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান । তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সকল শিক্ষার্থী টিকা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। উপাচার্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ টিকা কার্যক্রম আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করায় সিলেট সিটি কর্পোরেশনের প্রতি আন্তিরক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাসে ওয়ালটন এর উদ্যোগে দু’দিন ব্যাপী ‘ওয়ালটন প্লাজা চাকুরী মেলা’ ২২ ও ২৩ নভেম্বর, ২০২১ অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিপুল সংখ্যক ¯œাতক ও ¯œাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীসহ সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রীধারী চাকুরী প্রার্থীরা উক্ত মেলায় অংশ গ্রহণ করেন।
মেলায় চাকুরী প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় ওয়ালটন বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এইচ আর, হেড অব ডিভিশন-৬, চীফ ডিভিশনাল অফিসার, হেড অব অডিট এন্ড কমপ্লায়েন্স, হেড অব ক্রেডিট, এরিয়া ম্যানেজার, ক্রেডিট মনিটরিং ম্যানেজার এবং বিভিন্ন প্লাজা ম্যানেজারগণ।
‘ওয়ালটন প্লাজা চাকুরী মেলা’ থেকে নির্বাচিত প্রার্থীদের ওয়ালটন বাংলাদেশ লিঃ এর বিভিন্ন প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ ও সেলস অফিসার-এর ১৪৫টি পদে নিয়োগ প্রদান করা হয়। এছাড়াও এ মেলা থেকে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ভবিষ্যতে ওয়ালটনের বিভিন্ন পদে নিয়োগ প্রদানের জন্য অপেক্ষমান রাখা হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ ‘ওয়ালটন প্লাজা চাকুরী মেলা’ আয়োজনের জন্য ওয়ালটন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান । ওয়ালটন কর্তৃপক্ষও সুন্দর ও সু-শৃঙ্খল মেলা আয়োজনের জন্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কেভিড-১৯ এর টিকা প্রদান করা হয়। ১ নভেম্বর,২০২১ সকাল ১০:০০ঘটিকায় উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস উক্ত টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, ডীন, প্রফেসর ডাঃ রনজিত কুমার দে ও প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেলসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপাচার্য টিকা কার্যক্রমের উদ্বোধন করে বলেন করোনা মাহামারী ঠেকাতে সকলের টিকা গ্রহন করা অত্যন্ত জরুরী, তিনি বাংলাদেশ সরকারের উদ্যোগে টিকা কার্যক্রম সফলভাবে পরিচালিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। উপাচার্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ টিকা কার্যক্রম আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করায় সিলেট সিটি কর্পোরেশনের প্রতি আন্তিরক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘‘Entrepreneurship at the age of 19” বিষয়ের উপর এক ওয়েবিনার ০৯ অক্টোবর ২০২১ তারিখে সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের এন্ড ডীন ও পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে-এর সভাপতিত্বে এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবার সঞ্চালনায় উক্ত ওয়েবিনারে বিষয়ের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট উদ্যোক্তা ও অন্যরকম গ্রæপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ওয়েবিনারের উদ্বোধন ঘোষণা করে বলেন শিক্ষার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান আহরণে এই ধরনের প্রোগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি ওয়েবিনার আয়োজনের জন্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
ওয়েবিনারে স্পীকার মাহমুদুল হাসান সোহাগ একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন বিষয় ও করণীয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উক্ত ওয়েবিনারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন।