News

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর উদ্যোগে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরী ও কর্মসংস্থানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরী ও কর্মসংস্থানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি কোম্পানী অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর সাথে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা ২৪শে আগস্ট,২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ মোহাম্মদ আফজল মিয়া ও মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।


অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান সভায় তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরী ও কর্মসংস্থানের লক্ষ্যে তাদের উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি তথ্য প্রযিুক্তি খাতে কর্মসংস্থানে বিশাল সুযোগ এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছাত্র-ছাত্রীদের সেই সুযোগ কাজে লাগনোর আহবান জানান। এ জন্য শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের সাথে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। তিনি তাঁর প্রতিষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ গ্রহনে সর্বত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ মোহাম্মদ আফজল মিয়া অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমানকে এই মতবিনিময় সভায় অংশ গ্রহনের ধ্যনবাদ জানান। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের ক্ষেত্রে অগমেটিক্স বাংলাদেশ লিঃ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এই মতবিনিময় সভা আয়োজনের জন্য অগমেটিক্স বাংলাদেশ লিঃ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড ট্রাস্টিজের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।


উল্লেখ্য অগমেটিক্স বাংলাদেশ লিঃ বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা ও আমেরিকায় কার্যক্রম পরিচালনা করছে। এই প্রতিষ্ঠান মূলত আমেরিকার বিভিন্ন হাসপাতালে ও মেডিকেল সার্ভিসে ডাটা সরবরাহ ও সফটওয়্যার তৈরীর কাজ করে থাকে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

গত ১২ই আগস্ট, ২০২০ তারিখে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের এক সভা অনুষ্ঠিত হয়। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপত্বিত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী-সহ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্যবৃন্দ।

সভায় ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। এ ছাড়াও বোর্ড অব ট্রাস্টিজের পূর্ববর্তী সভাসমূহের গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিসহ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি এবং সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মহোদয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন সময়ে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে প্রফেসর এমিরেটাস জামাল নজরুল ইসলাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. মোঃ মুছাওয়ীর আহমদ, প্রফেসর ড. মোঃ খলিলুর রহমান, প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ-সহ সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শিক্ষার্থীদের পাঠদানে অনলাইন শিক্ষা কর্যক্রম চালু হচ্ছে

দেশে করোনা মহামারীর প্রভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনলাইনে ক্লাশ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


গত ০২ মে, ২০২০ তারিখে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল বিভাগীয় প্রধানগনের সাথে এবং ৩ এপ্রিল, ২০২০ তারিখে ডীন, বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ে গঠিত কমিটি এবং এডমিশন কমিটির সদস্যবৃন্দের সাথে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সকল শিক্ষকবৃন্দ ইতোমধ্যে নিজ নিজ কোর্সের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে নির্ধারিত ক্লাশ রুটিন অনুসারে অনলাইন ক্লাশ নেয়ার উদ্যোগ গ্রহন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ থাকলেও শিক্ষার্থীরা তাদের বাড়িতে থেকে রুটিন অনুসারে ক্লাশে অংশ নিতে পারবেন।


উল্লেখ্য করোনা মহামারীর কারণে ইতোমধ্যে দেশের প্রায় সকল বেসরকারী বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালু রাখতে অনলাইনে ক্লাস নেয়া শুরু করেছে।

Attachments:
Download this file (neub_online_meeting.jpg)neub_online_meeting.jpg[ ]84 kB

এনইইউবি ক্যাম্পাসে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

১৯ ফেব্রুয়ারী, ২০২০ তারিখ বুধবার নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর তেলিহাওরস্থ ক্যাম্পাসে ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সোস্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে আয়েজিত এই ফ্রি-ডেন্টাল ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দাতের বিভিন্ন রোগের চেক-আপ ও ফ্রি ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই ফ্রি-ডেন্টাল ক্যাম্পে দাতের বিভিন্ন রোগের জন্য চিকিৎসা সেবা গ্রহন করেন।


২০ মার্চ ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে আয়োজিত এই ফ্রি-ডেন্টাল ক্যাম্পে হলিসাইড ডেন্টাল কেয়ার, সিলেট এর চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি-ডেন্টাল ক্যাম্প এর স্পন্সরের দায়িত্বে ছিলো পেপসোডেন্ট এবং বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের এক সভা ২০শে ফেব্রুয়ারী, ২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের তেলিহাওরস্থ ক্যাম্পাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য প্রফেসর ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রফেসর হেনা সিদ্দিকী, ডাঃ ইকবাল হোসেন চৌধুরী, প্রফেসর ডাঃ নাজমুল ইসলাম, ডাঃ এস কে নিজাম জাহিদ হোসেন, প্রফেসর ডাঃ নাহিদ ইলোরা, প্রফেসর ডাঃ ফাতেমা পারভীন চৌধুরী, জনাব আহমদ আল কবীর পি এচ ডি, জনাব মাহমাদুর রশিদ, জনাব মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম), জনাব নুরুল হক মিয়া, হাজী মোঃ পিয়ার আলী, জনাব হুমায়ুন কবীর, জনাব আব্দুল হান্নান চৌধুরী, জনাব শামিম আহমেদ এবং প্রফেসর ডাঃ নুরুল আম্বীয়া চৌধুরীর পক্ষে জনাব আফতাব উদ্দিন চৌধুরী ।


সভায় বোর্ড অব ট্রাস্টিজের পূর্ববর্তী সভাসমূহের গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বর্তমান তেলিহাওরস্থ ক্যাম্পাসের প্রয়োজনীয় উন্নয়নের বিষয়েও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্ত গৃহীত হয়। এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ রম্য বিতর্ক অনুষ্ঠিত

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির উদ্যোগে সংসদীয় রীতির রম্য বিতর্ক ১৬ ফেব্রুয়ারী, ২০২০ বিকাল ২ঃ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।


বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ রম্য বিতর্কের বিষয় নির্ধারিত ছিল ‘এই সংসদ বিশ্বাস করে, প্রেম বিয়েতেই পূর্ণতা পায়’। সংসদীয় রীতিতে অনুষ্ঠিত এই বিতর্কে ‘সরকারী দল’ হিসেবে বিষয়ের পক্ষে অংশগ্রহনকারী বিতার্কিকরা হলেন- সাফওয়াত মাহদি রাহাত, শফি মোহাম্মদ এবং সুমন আহমেদ এবং ‘বিরোধী দল’ হিসেবে বিষয়ের বিপক্ষে অংশগ্রহানকারী বিতার্কিকরা হলেন- মুছা আহমেদ, ফরাহাদ হাসান ও রুবাইয়াৎ বিনতে ওয়াহিদ। বিতর্ক অনুষ্ঠানে বিষয়ের পক্ষের ও বিপক্ষের বিতার্কিকগণ বিভিন্ন রসালো যুক্তির মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন এবং উপস্থিত দর্শকবৃন্দ তা উপভোগ করেন।


ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও এনইইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা শামীম আল আজিজ লেলিন স্পীকারের দায়িত্ব পালন করেন। প্রাণবন্ত ও রসাত্মক এই বিতর্ক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ্যাপ্লায়েড সোসিওলোজি এন্ড সোস্যাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, জাহান জেব ইবনে খালেদ জিন্নাহ, মোঃ নাসির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকার্তা-কর্মচারীবৃন্দ।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্প্রিং-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্প্রিং-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ ২০ ফেব্রুয়ারী, ২০২০, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাদা আল সাদিক, আইন ও বিচার বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নায়ীম আলীমুল হায়দার, প্রক্টর ও গণিত বিভাগের প্রধান রথিন্দ্র চন্দ্র গোপ, ইংরেজি বিভাগের প্রধান মোঃ শামসুল কবির এবং সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নওশাদ সজীব।


এপ্ল্যায়েড সোসিওলোজী এন্ড সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাদিক। সকল নবীন শিক্ষার্থীকে সিনিয়র শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাদা আল সাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে অবগত করেন। প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিভিন্ন প্রক্টোরিয়াল বিষয়ে অবহিত করেন। বিভাগীয় প্রধানগণ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং নিজ নিজ বিভাগের সকল শিক্ষকবৃন্দকে পরিচয় করিয়ে দেন। নবীণ শিক্ষার্থীদের মধ্য থেকে আইন ও বিচার বিভাগের আকলিমা এবং সিএসই বিভাগের সাব্বির বক্তব্য রাখেন।


উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্পর্ক অত্যন্ত দৃঢ়, ফলে শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। তিনি প্রাথমিক, মাধ্যমিক ও মহা-বিদ্যালয় পেরিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ব পরিসরের জ্ঞানের অধিকারী হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের এই পর্যায়ে ‘স্প্রিং সেমিস্টার-২০২০ এডমিশন ফেয়ার’ উপলক্ষে ঘোষিত পুরষ্কারের লটারী ড্র অনুষ্ঠিত হয়। ১ম পুরষ্কার একটি ল্যাপটপ জয় করেন সিএসই বিভাগের তাসনিয়া শারমিন মারজিয়া, ২য় পুরষ্কার একটি ট্যাব জয় করেন এমবিএ প্রোগ্রামের মোঃ ময়নুল হক এবং ৩য় পুরষ্কার একটি স্মার্ট ফোন জয় করেন একই প্রোগ্রামের সীমা রাণী পাল।


পরিশেষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের বার্ষিক বনভোজন-২০২০ অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারী, ২০২০ তারিখ মঙ্গলবার নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবাসয় প্রশাসন বিভাগের বার্ষিক বনভোজন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এয়ারপোর্ট থানাধীন এডভেঞ্চার ওয়ার্ল্ড এমিউজমেন্ট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে ব্যবাসয় প্রশাসন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী এই বনভোজনে অংশ গ্রহন করেন। বনভোজনে দিনব্যাপী অনুষ্ঠিত আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন ধরণের খেলাধুলা ও র‌্যাফেল ড্র। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী, উপাচার্য মহোদয়ের সহধর্মিনী প্রফেসর নাজিয়া শিবলী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, সহকারী অধ্যাপক তাহারাত নেওয়াজ, ফাতেমা রশিদ সাবা, রেবেকা সুলতানা চৌধুরী, ফাতেমা ফারজানা হানি, শামিম আল আজিজ লেলিন, জাহান জেব ইবনে খালেদ জিন্নাহ, উম্মে হুমায়রা মান্নি, মোঃ নসির উদ্দিন, প্রভাষক নুরজাহান শিমু, আমির হোসনে, সামিহা সনজানা, ইসরাত শারমিন লিসা, উপাচার্য মহোদয়ের সচিব শাহ মনসুর আলী নোমান এবং এনইইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীগণের সাথে বনভোজনে অংশগ্রহন করেন ।


উক্ত বনভোজনে র‌্যফেল ড্র তে ১ম পুরুষ্কার অর্জন করেন ৩য় সেমিস্টারের শিক্ষার্থী আমিনুল ইসলাম সুমু। অন্যান্য ইভেন্টে বিজয়ী শিক্ষকবৃন্দ ও বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের আকর্ষনীয় পুরুষ্কার প্রদান করা হয়। বনভোজনে অংশ গ্রহনের জন্য এনইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান অংশগ্রহণকরী অতিথি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও বনভোজন আয়োজনের সাথে জড়িত ব্যবসায় প্রশাসন বিভাগের সংগঠন এনইইউবি বিজনেস ক্লাবের সভাপতি সাইদ আব্দুল্লাহ হোসেন, সাধারণ সম্পাদক শাহ ফয়ছল আলী ইমনসহ ক্লাবের সকল সদস্যদের ও স্বেচ্ছাসবীদের ধন্যবাদ জানান।

এনইইউবি বুলেটিন-এর ১১তম সংখ্যার মোড়ক উম্মোচন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ষান্মাসিক প্রকাশনা এনইইউবি বুলেটিনের ১১তম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়েছে। ১৩ ফেব্রæয়ারী, ২০২০ বৃহস্পতিবার এয়ারপোর্ট থানাধীন রাতারগুল রিসোর্ট সেন্টারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বার্ষিক বনভোজন-২০২০ অনুষ্ঠানে এই মোড়ক উম্মোচন করা হয়।


এনইইউবি বুলেটিনের ১১তম সংখ্যার মোড়ক উম্মোচন করে উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী বলেন এই বুলেটিনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সম্পর্কে সবাই জানতে পারছেন। এ জন্য এই বুলেটিনের যথেষ্ঠ গুরুত্ব রয়েছে। তিনি ধারাবাহিকভাবে বুলেটিনের প্রকাশের উপর গুরুত্ব দেন এবং বুলেটিন প্রকাশনা কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এনইইবি বুলেটিনের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশনা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Applied Sociology and Social Work বিভাগের প্রভাষক মুফতি নাদিমুল কমর আহমদ এর গবেষণা প্রবন্ধ "Does Indigenous Perception’s Regarding Climate Change Very with their Socio-Demographic Dimensions? A Study on Tripura Community Living in Sylhet" শিরোনামে Canadian Center of Science and Education কর্তৃক প্রকাশিত ‘Environment and Pollution’ জার্নালের ৮ম ভলিউমের ২য় সংখ্যায় প্রকাশিত হয় (ISSN: 1927-0909)।

এছাড়াও মুফতি নাদিমুল কমর আহমদ এর অন্য একটি গবেষণা প্রবন্ধ "The Nexus between Climate Change, Food Security and Fertility: Bangladesh as a case" শিরোনামে 'Population Association of America, Annual Meeting' শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থাপনের জন্য নির্বচিত হয়েছে। উক্ত কনফারেন্স আগামী ২২-২৫ এপ্রিল, ২০২০ আমেরিকার Washington DC- তে অনুষ্ঠিত হবে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ এডমিশন ফেয়ার ৬ জানুয়ারী সোমবার

স্প্রিং সেমিসস্টার-২০২০ এর ভর্তি কার্যক্রম উপলক্ষ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এক আকর্ষণীয় এডমিশন ফেয়ারের আয়োজন করেছে। উক্ত ফেয়ার আগামী ৬ জানুয়ারী, ২০২০ সোমবার সকাল ০৯:৩০ থেকে বিকাল ০৪:৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখঘাটস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এডমিশন ফেয়ারে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ৪০-১০০% পর্যন্ত নিশ্চিত ওয়েভার এবং ভর্তি ফি এর উপরে ২০% বিশেষ ছাড়। এছাড়াও উপহার হিসেবে রয়েছে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোন।

ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে এডমিশন ফেয়ারে উপস্থিত হয়ে আকর্ষনীয় সুযোগ সুবিধায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ ভর্তি হওয়ার সুযোগ গ্রহনের জন্য আমন্ত্রন জানানো যাচ্ছে।

র‌্যালী, আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্ যাপন

বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্ যাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী সকাল ৯টায় তেলিহাওরস্থ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থান অতিক্রম করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে। প্রফেসর ড. তোফায়েল আহমদ, প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, সহযোগী অধ্যাপক আহসান হাবিব, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, প্রক্টর ও সহকারী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপ, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত র‌্যালীতে অংশ গ্রহন করেন।

পরবর্তিতে সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলি হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রঞ্জিত কুমার দে ও রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া ।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ধারাবাহিক বিভিন্ন আন্দোলনের উল্লেখ করে বলেন আজকের যুব সমাজকে স্বাধীনতার অর্জন ধরে রাখতে সচেষ্ঠ থাকতে হবে কেননা আজ আমাদের সামনে পাক হানাদার বাহিনী নেই কিন্তু আমাদের সমাজে স্বাধীনতার চেতনা বিরোধী বিভিন্ন শক্তির আবির্ভাব ঘটছে। তিনি স্বাধীনতার সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড.তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া ও প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধা ও জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠানের এ পর্যায়ে নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের ২০১৮ সনের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয় এবং পূর্ববর্তী কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরিশেষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাব মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাব এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাব এর উদ্যোগে “Prospect of Higher Education in Abroad” বিষয়ের উপর এক সেমিনার ১৯ মার্চ ২০১৮ তারিখে সকাল ১১-৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সেন্টার ফর ফরেন স্টাডিজ-এর সিইও মোঃ আশিক-উন-নবী। ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপ, তাহারাত নেওয়াজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষর্থীগণ উক্ত সেমিনারে অংশ গ্রহন করেন। সেমিনারে পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর ডকুমেন্টারী ও করণীয় সম্পর্কে স্পীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী উপস্থাপন করেন। সেমিনারে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে  সেমিনারে অংশ গ্রহন করে উপকৃত হয়েছেন বলে মত প্রকাশ করেন। 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আলোচনা সভা ও জাতির জনকের জন্মদিন উদযাপন করা হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে। সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর বিভিন্ন দিক বিশেষ করে ক্ষমা, আবেগ, মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও বিশ্বাসের গভীরতা এবং তাঁর নেতৃত্বের গুনাবলী নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করেন। “আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির ভাবিষ্যত” তাই জাতীয় শিশু দিবসে শিশুদের বিভিন্ন অধিকারের প্রতিও উপস্থিত আলোচকবৃন্দ গুরুত্ব আরোপ করেন।

আলোচনা শেষে উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কেক কেটে জাতির জনকের জন্মদিন উদযাপন করেন।

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এনইইউবির সহকারী অধ্যাপক নুসরাত রিকজার গবেষনা প্রবন্ধ উপস্থাপন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত রিকজা গত ৫-৭ই মার্চ, ২০১৮ তারিখে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত কনফারেন্সে যোগদান করে গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্টার ডিসিপ্লিনারী স্টাডিজ”-এ এই গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর গবেষনা প্রবন্ধের শিরোনাম ছিল "Material Culture as a Means of Oppression in Mulk Raj Anand’s Untouchable"। উক্ত কনফারেন্সে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের মোট ৭০ জন গবেষক তাদের গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত কনফারেন্সে যোগদান করে গবেষনা প্রবন্ধ উপস্থাপনের জন্য সহকারী অধ্যাপক নুসরাত রিকজাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শ্রীলংকার ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজী কমিশনের চেয়ারম্যান প্রফেসর এম জে এস বিজয়রতেœর নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন

ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজী কমিশন, শ্রীলংকার চেয়ারম্যান প্রফেসর এম জে এস বিজয়রত্নে ৩১/১২/২০১৭তারিখে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন করেন। ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ,  প্রফেসর এম জে এস বিজয়রত্নেকে ইউনিভার্সিটিতে স্বাগত জানান। এ সময়  আরো উপস্থিত ছিলেন এপ্ল্যায়েড সোসিওলোজী ও সোস্যাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবীব, গণিত ও তথ্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ। প্রফেসর ড. তোফায়েল আহমেদ প্রফেসর এম জে এস বিজয়রত্নেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন একাডেমিক বিষয়ে অবহিত করেন এবং ইউনিভার্সিটি থেকে প্রকাশিত জার্নাল প্রদান করেন। প্রফেসর বিজয়রত্নে গভীর আগ্রহের সাথে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং শ্রীলংকায় তাঁর অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ড. তোফায়েল আহমেদ, প্রফেসর এম জে এস বিজয়রত্নেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিবিএ ৭ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিবিএ ৭ম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে ২৭/১২/২০১৭ তারিখে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এক ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে উক্ত ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। ৭ম ব্যাচের ব্যবসায় প্রশাসন বিভাগের মোট ১৭ জন শিক্ষার্থীকে উক্ত অনুষ্ঠানে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়। বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন ভালোভাবে পাশ করা জীবনে যেমন আবশ্যক তেমনি ভালো মানুষ হওয়া জীবনে প্রয়োজন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বেসেডর হিসেবে উল্লেখ করে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. তোফায়েল আহমেদ, দেশের প্রতি ভালবাসা, ন্যায়পরায়ণতা ও কর্মজীবনের সফলতাসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সফল হবেন বলে আশা প্রকাশ করেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামস্ এলাহী রাসেল, প্রক্টর ও সহাকরী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ ছাবা, রেবেকা সুলতানা, প্রভাষক আরিফুল হক চৌধুরী, শামিম আল আজিজ লেনিন, মিজানুর রহমান ও জাহানজেব ইবনে খালেদ। অতিথিবৃন্দ ৭ম ব্যাচের সকল বিদায়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনইইউবি বিজনেস ক্লাব এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।  

Curriculum Committee Meeting of the Department of Business Administration

Prof. Dr. Tofayel Ahmed, Dean, School of Business presided over the Curriculum Committee meeting of the Department of Business Administration of North East University Bangladesh (NEUB), Sylhet, held on 17 December 2017. The meeting was attended by Prof. Dr. ANM Meshquat Uddin (Hon'ble Vice Chancellor, Southeast University, Dhaka), Prof.Dr. Md. Nazrul Islam (Head, Dept. of BuA, SUST) as external members and all other teachers of the Department of Business Administration, NEUB as internal members. Some important decisions and directions were made regarding Curriculum for the School of Business during the session.

মহান বিজয় দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শ্রদ্বাঞ্জলি ও আলোচনা সভা

মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে বিজয় দিবেসের র‌্যালি  ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলীর নেতৃত্বে চৌহাট্টাস্থ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো শামছুল কবীর, প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপসহ ইউনিভার্সিটির কর্মকর্তা-কমর্চারী ও  শিক্ষার্থীগণ উক্ত র‌্যালি ও শ্রদ্বাঞ্জলী নিবেদনে অংশগ্রহণ করেন। পরবর্তিতে সকাল ১১ ঘটিকায় ইউনিভার্সিটি অডিটোরিয়ামে মহান বিজয় দিবসের এক আলোচনা  অনুষ্ঠিত হয়।  উক্ত আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালীণ সময়ের স্মৃীতিচারণ করে বলেন স্বাধীনতার মূল লক্ষ্য ছিল দেশের অবহেলিত, অনুন্নত মানুষের ভাগ্যের পরিবর্তন করা। তিনি এই মহান বিজয় দিবসে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান। সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সকলের বিশেষ করে তরুণ সমাজের জানা প্রয়োজন যাতে শিক্ষিত তরুণ সমাজ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দিকে ঝুকতে না পারে। মহান বিজয় দিবেসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আরো বক্তব্য রাখেন ব্র্যাকের ন্যায়পাল উপদেষ্ঠা প্রফেসর নাজিয়া খাতুন, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডা: রঞ্জিত কুমার দে, প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর হেনা সিদ্দিকী।

শহীদ বুদ্ধিজীবি দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর র‌্যালি ও শ্রদ্বাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবি দিবস-২০১৭ উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলীর নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবি স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো শামছুল কবীর, প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপসহ ইউনিভার্সিটির কর্মকর্তা-কমর্চারী ও  শিক্ষার্থীগণ উক্ত র‌্যালিতে অংশগ্রহণ করেন।

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বর্ণাঢ্য র‌্যালি

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলীর নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেলিহাওরস্থ ক্যাম্পাসে এসে শেষ হয়। ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ  শামসুল কবীর এবং প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপসহ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কমর্চারীগণ উক্ত র‌্যালিতে অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন বর্তমান যুগ তথ্য প্রযুক্তির, বিশ্বের উন্নতির অন্যতম ক্ষেত্র এই তথ্য ও প্রযুক্তি যোগাযোগ। বর্তমান সরকার তথ্য ও প্রযুক্তি খাতকে দেশের উন্নতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে ১২ই ডিসেম্বর-কে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণার সাথে একাত্মতা প্রকাশের জন্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর এই আয়োজন। তিনি র‌্যালিতে অংশ গ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। র‌্যালি শেষে বোমা নিষ্ক্রীয়করণ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের জন্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরী একটি রোবট প্রদর্শন করা হয়।

ব্লেইজ কম্যুনিকেশন আয়োজিত ফুটসাল টুর্ণামেন্টে এনইইউবি দলের সাফল্য

 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্পোর্টস ক্লাব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-এর অংশগ্রহনে আয়োজিত ফুটসাল টুর্ণামেন্টে অংশ গ্রহন করে। ব্লেইজ কম্যুনিকেশন আয়োজিত এই টুর্ণামেন্ট গত ২৪/১১/২০১৭ তারিখ থেকে সপ্তাহব্যাপী ঢাকার জাতিয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দেশেরে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো  বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীতায় অংশ নেয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দল চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী দলের সাথে  ড্র এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইন্যাল পর্যন্ত উন্নীত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দলের সদস্যরা হলেন ইয়ামিন বক্স, ফজলে এলাহী চৌধুরী, তাজিদুল হক, আফাজ উদ্দিন আহমেদ, মাহিনুর রহমান, আকরামুল ইসলাম, ফয়সাল আহমেদ সাগর, আহমেদ রিজভী এবং দলের কোচ হিসেবে ছিলেন এনইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্ঠা ও সহকারী অধ্যাপক জাকির হোসেন। দলের সাথে আরো ছিলেন নকিব চৌধুরী, অলি বক্স, শফিউদ্দিন জুয়েল, ইমন,  আব্দুল ওয়াহাব ইরাম ও এনইউবি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মাহাদ আহমেদ।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আনন্দ শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এক বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। ২৭/১১/২০১৭ তারিখে সকাল ১০ঘটিকায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ এর তেলিহাওরস্থ ক্যাম্পাস থেকে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ এর উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর নেতৃত্বে উক্ত আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, প্রফেসর ড. তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, সহযোগী অধ্যাপক আহসান হাবিব, মোঃ তানভীর আহমেদ চৌধুরী, আবুল হাসনাত ইবনে আবেদীন, সহকারি অধ্যাপক শামসুল কবীর, রথীন্দ্র চন্দ্র গোপসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আনন্দ শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপচার্য বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের এই আন্তজার্তিক স্বীকৃতিতে আমরা স্বাধীন বাঙালী জাতি হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী হলাম যা আমাদের আনন্দের ও গৌরবের তাই আমাদের এই আনন্দ প্রকাশের জন্যই আনন্দ শোভাযাত্রা। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এনইইউবি ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ফটো গ্যালারীর উদ্ভোধন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ইংরেজী বিভাগে এক ফটো গ্যালারী স্থাপন করা হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী ২১/১১/২০১৭ তারিখে অনুষ্ঠানিকভাবে উক্ত ফটো গ্যালারীর উদ্ভোধন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামসুল কবির, সহকারী অধ্যাপক নুসরাত রিকজাসহ ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ২০১৬-১৭ সালে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজী বিভাগ ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের বিভিন্ন অনুষ্ঠানের চমৎকার সব ছবি উক্ত গ্যালারীতে স্থান পেয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী এ সুন্দর উদ্যোগের জন্য ইংরেজী বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের সকল সদস্যকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ইংলিশ কাউন্সিলের উদ্যোগে উপস্থিত সবাইকে মিষ্ঠিমূখ করানো হয়। 

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…