News

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বর্ণাঢ্য র‌্যালি

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলীর নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেলিহাওরস্থ ক্যাম্পাসে এসে শেষ হয়। ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ  শামসুল কবীর এবং প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপসহ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কমর্চারীগণ উক্ত র‌্যালিতে অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন বর্তমান যুগ তথ্য প্রযুক্তির, বিশ্বের উন্নতির অন্যতম ক্ষেত্র এই তথ্য ও প্রযুক্তি যোগাযোগ। বর্তমান সরকার তথ্য ও প্রযুক্তি খাতকে দেশের উন্নতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে ১২ই ডিসেম্বর-কে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণার সাথে একাত্মতা প্রকাশের জন্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর এই আয়োজন। তিনি র‌্যালিতে অংশ গ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। র‌্যালি শেষে বোমা নিষ্ক্রীয়করণ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের জন্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরী একটি রোবট প্রদর্শন করা হয়।

ব্লেইজ কম্যুনিকেশন আয়োজিত ফুটসাল টুর্ণামেন্টে এনইইউবি দলের সাফল্য

 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্পোর্টস ক্লাব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-এর অংশগ্রহনে আয়োজিত ফুটসাল টুর্ণামেন্টে অংশ গ্রহন করে। ব্লেইজ কম্যুনিকেশন আয়োজিত এই টুর্ণামেন্ট গত ২৪/১১/২০১৭ তারিখ থেকে সপ্তাহব্যাপী ঢাকার জাতিয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দেশেরে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো  বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীতায় অংশ নেয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দল চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী দলের সাথে  ড্র এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইন্যাল পর্যন্ত উন্নীত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দলের সদস্যরা হলেন ইয়ামিন বক্স, ফজলে এলাহী চৌধুরী, তাজিদুল হক, আফাজ উদ্দিন আহমেদ, মাহিনুর রহমান, আকরামুল ইসলাম, ফয়সাল আহমেদ সাগর, আহমেদ রিজভী এবং দলের কোচ হিসেবে ছিলেন এনইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্ঠা ও সহকারী অধ্যাপক জাকির হোসেন। দলের সাথে আরো ছিলেন নকিব চৌধুরী, অলি বক্স, শফিউদ্দিন জুয়েল, ইমন,  আব্দুল ওয়াহাব ইরাম ও এনইউবি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মাহাদ আহমেদ।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আনন্দ শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এক বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। ২৭/১১/২০১৭ তারিখে সকাল ১০ঘটিকায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ এর তেলিহাওরস্থ ক্যাম্পাস থেকে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ এর উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর নেতৃত্বে উক্ত আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, প্রফেসর ড. তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, সহযোগী অধ্যাপক আহসান হাবিব, মোঃ তানভীর আহমেদ চৌধুরী, আবুল হাসনাত ইবনে আবেদীন, সহকারি অধ্যাপক শামসুল কবীর, রথীন্দ্র চন্দ্র গোপসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আনন্দ শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপচার্য বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের এই আন্তজার্তিক স্বীকৃতিতে আমরা স্বাধীন বাঙালী জাতি হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী হলাম যা আমাদের আনন্দের ও গৌরবের তাই আমাদের এই আনন্দ প্রকাশের জন্যই আনন্দ শোভাযাত্রা। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এনইইউবি ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ফটো গ্যালারীর উদ্ভোধন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ইংরেজী বিভাগে এক ফটো গ্যালারী স্থাপন করা হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী ২১/১১/২০১৭ তারিখে অনুষ্ঠানিকভাবে উক্ত ফটো গ্যালারীর উদ্ভোধন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামসুল কবির, সহকারী অধ্যাপক নুসরাত রিকজাসহ ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ২০১৬-১৭ সালে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজী বিভাগ ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের বিভিন্ন অনুষ্ঠানের চমৎকার সব ছবি উক্ত গ্যালারীতে স্থান পেয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী এ সুন্দর উদ্যোগের জন্য ইংরেজী বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের সকল সদস্যকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ইংলিশ কাউন্সিলের উদ্যোগে উপস্থিত সবাইকে মিষ্ঠিমূখ করানো হয়। 

‘টেকহান্ট ২০১৭’ প্রতিযোগিতার ওয়েবসাইট উন্মোচন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সি.এস.ই. সোসাইটি প্রথম বারের মতো টেকহান্ট ২০১৭ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার ইভেন্ট গুলো হচ্ছে  (১) জুনিয়র প্রোগ্রামিং কন্টেস্ট (২) রোবটিক্স কন্টেস্ট (৩) গেইমিং কন্টেস্ট এবং (৪) রিসার্চ সেমিনার।উক্ত টেকহান্ট ২০১৭ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে পাচঁ শতাধিক প্রতিযোগী এবং প্রচুর দর্শক উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। আগামী ২১শে এবং ২২শে ডিসেম্বর, ২০১৭ তারিখে এই প্রতিযোগিতা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত (এম.পি) আগামী ২২ ডিসেম্বর, ২০১৭ তারিখে বিকেল ৩ ঘটিকায় উক্ত ‘টেকহান্ট ২০১৭’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন। টেকহান্ট ২০১৭ এর বিভিন্ন তথ্যের জন্য একটি ওয়েবসাইট www.techhuntbd.org গত ০৮/১১/২০১৭ তারিখে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী উম্মোচন  করেন। উক্ত ওয়েবসাইটে ‘টেকহান্ট ২০১৭’ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

‘ক্যাম্পাস স্টার’ নির্বাচনে জমজমাট ‘গ্র্যান্ড ফাইনাল’ অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল কøাবের উদ্যোগে সাংষ্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচনে ‘গ্র্যান্ড ফাইনাল’ অনুষ্ঠান ২৬/১০/২০১৭ তারিখে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, যন্ত্র সংগীত ও উপস্থাপনা এই ৬টি ক্যাটাগরিতে ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচনের  জন্য এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৭ ও ১৮ই অক্টোবর’ ২০১৭ তারিখে অনুষ্ঠিত প্রাক নির্বাচনী অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের প্রায় ১০০জন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে সেরা ১৮ জন প্রতিযোগী উক্ত ‘ক্যাম্পাস স্টার’ গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সিলেটের বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব হিল্লোল শর্মা, দেবাশীষ দেবু, মধাব কর্মকার, ইয়াকুব আলী, মোশাহিদুল ইসলাম ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উপদেষ্ঠা ও সহকারী অধ্যাপক ডাঃ আরিফুর রহমান। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচিত হন যথাক্রমে অভিনয়ে-অলিউর রহমান, গানে-নীলাঞ্জনা চৌধুরী, নৃত্যে-দীপ রঞ্জন দাস, যন্ত্র সংগীতে-সোহেল মাহবুব, আবৃত্তিতে-আজদ হোসেন এব্ং উপস্থাপনায়-নাবিদ চৌধুরী। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানের উপস্থিত বিচারকবৃন্দ সেরা ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন। নাবিদ চৌধুরী, অলিউর রহমান ও মাসহুদা জান্নাত মিশুর উপস্থাপনায় ‘ক্যাম্পাস স্টার’ নির্বাচনের  জমজমাট ‘গ্র্যান্ড ফাইনাল’ অনুষ্ঠানটি ইউনিভার্সিটির সকল ছাত্র-ছাত্রী উপভোগ করে।

এনইইউবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ছাত্র-শিক্ষক বিতর্ক অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির উদ্যোগে সংসদীয় রীতিতে এক ছাত্র-শিক্ষক বিতর্ক প্রতিযোগীতা ১৫/১০/২০১৭ তারিখে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলী। বিতর্ক অনুষ্ঠানে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড. তোফায়েল আহমদ। বিতর্কের বিষয় নির্ধারিত ছিল ‘এই সংসদ মনে করে একটি সফল প্রেমের পেছনে ভালো সিজিপিএ এর কোন অবদান নেই’। সংসদীয় রীতি অনুযায়ী এই বিতর্কের পক্ষে সরকারী দল হিসেবে ‘সর্বদলীয় বিশ্ব ছাত্র সমাজ’ এবং বিপক্ষে বিরোধী দল হিসেবে শিক্ষকবৃন্দের ‘সার্বজনীন শিক্ষক সমাজ’ অংশগ্রহন করেন। বিতর্কে  সরকারী দল ‘সর্বদলীয় বিশ্ব ছাত্র সমাজ’ এর বিতার্কিকরা হলেন- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট সাফওয়াত মাহদী রাহাত, শিক্ষার্থী কমরুন নাহার আনসারী ও সুমন আহমদ এবং বিরোধী দল হিসেবে ‘সার্বজনীন শিক্ষক সমাজের’ বিতার্কিকরা হলেন-সহযোগী অধ্যাপক, মোঃ তানভীর আহমেদ চৌধুুরী, প্রভাষক, শামীম আল আজিজ লেনিন ও প্রভাষক, মিজানুর রহমান। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা ও সহকারী অধ্যাপক নুসরাত রিকজার সভাপতিত্বে উক্ত বিতর্ক অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

NEUB JOURNAL এর মোড়ক উম্মোচন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির গবেষণা প্রকাশনা ‘এনইইউবি জার্ণাল’ এর ২য় সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী প্রধান অতিথি হিসেবে জার্ণালের মোড়ক উম্মোচন করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার এ এফ মুজতাহিদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ, এপ্লাইড সোসিওলোজি ও সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের  শিক্ষকবৃন্দ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রবন্ধসহ মোট ১২টি গবেষণা প্রবন্ধ উক্ত জার্ণালে প্রকাশ করা হয়েছে। জার্ণালটি দেশের শিক্ষা গবেষনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উপস্থিত সবাই মত প্রকাশ করেন।

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন

 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন

১৭ ডিসেম্বর ২০১৬ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার এ.এফ. মুজতাহিদ, ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া। ইউনিভার্সিটির শিক্ষার্থী পর্ণা চৌধুরী ও ওলিউর রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হোসেন আহমেদ। অনুষ্ঠানে শহীদ বুদ্বিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. তোফায়েল আহমেদ বলেন, শোকের পরে আনন্দ আসে, শহীদ বুদ্ধিজীবী আমাদের স্বাধীনতা পূর্বের গভীর শোকবহ ঘটনা যার পরবর্তীতে আমরা মহান বিজয় অর্জন করেছি। রেজিস্টার সৈয়দ গোলাম কিবরিয়া মুক্তিযোদ্ধ কালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং মুক্তিযোদ্ধের বিজয়ে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করেন। ট্রেজারার এ.এফ. মুজতাহিদ শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাঁর ঘনিষ্ঠ জনদের শহীদ হওয়া এবং তাদের অবদান বর্ণনা করেন। তিনি স্বাধীনতা রক্ষার্থে তারুণ্যের অবদানের উপর গুরুত্ব দেন।


প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মুক্তিযোদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন আমাদের মুক্তিযোদ্ধে বিজয় ভাষা আন্দোলন, বুদ্ধিজীবীদের শহীদ হওয়া, বঙ্গবন্ধুকে পাকিস্থানী হানাদার বাহিনী কর্তৃক বন্দি হওয়া এর ধারাবাকিতার ফল। তিনি শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের ইতিহাস সঠিকভাবে জানা ও তা ধারণ করার উপর গুরুত্বারোপ করেন।


সভাপতির বক্তব্যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন মুক্তিযোদ্ধকালীন সময়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ড. সামছুজ্জোহাসহ সকল শহীদদের স্মরণ করেন এবং মহান বিজয় দিবসের তাদের অবদান তুলে ধরেন। তিনি স্বাধীনতা ও বিজয়ের গৌরব ধরে রাখতে শিক্ষার্থীদের অন্যায় ও দূর্ণীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তাগিদ দেন।


পরিশেষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কালচারাল ক্লাব এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

মহান বিজয় দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এর শ্রদ্ধাঞ্জলী

 

১৬ ই ডিসেম্বর, ২০১৬ মহান বিজয় দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এর পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়াম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এর নেতৃত্বে এক র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করে। র‌্যালীতে আরো অংশ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ, ট্রেজারার এ.এফ. মুজতাহিদ, সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান খান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর, ২০১৬ তারিখে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

News

ডিজিটাল উদ্ভাবনী মেলায় নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাফল্য

  গত ১৩-১৪ জানুয়ারি ২০১৬ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রকল্পের সহায়তায় সারাদেশে এই মেলার আয়োজন করা হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ ভাগেরও বেশী তরুন। এই বিশাল সম্ভাবনাময় জনগোষ্ঠী দেশের সমস্যা সমাধানে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। এবারের মেলায় জাতীয় গুরুত্বপূর্ণ ১০ টি নাগরিক সমস্যা সমাধানে তরুন উদ্ভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজন করা হয় "Solve-A-Thon" শীর্ষক প্রতিযোগিতার।এতে সিলেট জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন ও তাদের প্রস্তাবিত সমাধানের প্রোটোটাইপ নিয়ে অংশগ্রহন করে। এবারের প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ২ টি দল অংশগ্রহন করে এবং একটি দল "দুর্জয়" ২য় স্থান অধিকার করে।   প্রতিযোগিতার সেরা তিন বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করবে।  

3 Years Celebration

 

Find us on map

Get In Touch

  • Address: Telihaor, Sheikhghat, Sylhet-3100
  • Tel: +880 02996631220
  • Email: info@neub.edu.bd,
  • neubedu@gmail.com 
  • Mobile: 01755566994
  • Web: www.neub.edu.bd

NEUB Permanent Campus

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…